ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অজ্ঞাত লাশ, সীমানা নিয়ে পুলিশের রশি টানাটানি


গো নিউজ২৪ | জেলা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৫:০৮ পিএম আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৭, ১১:০৮ এএম
অজ্ঞাত লাশ, সীমানা নিয়ে পুলিশের রশি টানাটানি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর সড়কের দর্শনা রশিক শাহের মাজারের কাছে এক অজ্ঞাত ব্যক্তির (৫৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।  তবে লাশ উদ্ধার করা নিয়ে বেগমপুর ক্যাম্প ও দর্শনা পুলিশের সীমানা নির্ধারণ নিয়ে শুরু হয় রশি টানাটানি। অবশেষে বেগমপুর পুলিশ ক্যাম্প লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে চুয়াডাঙ্গার দর্শনা-জীবননগর সড়কের দর্শনা রশিক শাহ মাজারের পাশে স'মিলের কাছে রাস্তার উপর আনুমানিক (৫৩) বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এসময় তারা পুলিশে খবর দেয়। এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় দামুড়হুদা থানার দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ। সেখানে পৌঁছানোর পর জানতে পারে পড়ে থাকা লাশটি তাদের সীমানার মধ্যে নয়। পরে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা সদর থানার বেগমপুর ক্যাম্প পুলিশকে। খবর পেয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনা স্থলে পৌঁছায়।  এ সময় তিনি দেখতে পান পড়ে থাকা লাশের স্থানটি দামুড়হুদা থানার অন্তর্ভুক্ত দর্শনার মধ্যে। 

এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি নাজমুল হক, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন। দীর্ঘক্ষণ পড়ে থাকা লাশের সীমানা নিয়ে সদর থানা পুলিশ ও দর্শনা পুলিশের মধ্যে চলতে থাকে রশি টানাটানি। যদিও লাশের স্থানটি অনেকে বলেন দামুড়হুদা থানার অন্তর্ভুক্ত এলাকা।  আবার অনেকে বলেন জমিটি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মৌজার ভিতর। অবশেষে বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অজ্ঞাত লাশের গায়ের রঙ ফর্সা। আনুমানিক বয়স ৫০/৫৫ বছর। পরনে ছিল হলুদ রঙয়ের জামা ও চেক লুঙ্গি। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। 

এসময় উপস্থিতি অনেকে বলেন, অজ্ঞাত লাশটি একজন বোবা প্রতিবন্ধী হতে পারে। তাকে দেখে মনে হচ্ছে এলাকাতে ভিক্ষা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে- রাতে মাজারের পাশে বাঁশের মাচার উপর ঘুমিয়ে ছিল। রাতের দিকে কোনো এক সময় হার্ট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা