ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বামীকে শিক্ষা দিতে নারীর অবাক করা কাণ্ড!


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০১৭, ০৯:৫৮ এএম
স্বামীকে শিক্ষা দিতে নারীর অবাক করা কাণ্ড!

স্বামীর সবকিছুই যে স্ত্রীর পছন্দ হবে, তা তো হতে পারে না। বরং বিয়ের পরও স্বামীর অনেক অভ্যাসই মেনে নিতে পারেন না স্ত্রী। তা নিয়ে অশান্তিও হয়। কিন্তু, স্বামীর কু অভ্যাস ছাড়াতে বা বলা ভাল বদলা নিতে এক ব্রিটিশ নারী যে কাণ্ড করেছেন, তা এককথায় চমকপ্রদ।

ওই মহিলার স্বামীর পর্ন সাইটের প্রতি আসক্তি ছিল। বহুবার বলেও সেই অভ্যাস ছাড়াতে পারেননি ওই মহিলা। শেষপর্যন্ত বদলা নিতে নিজের স্তনের ছবি পর্ন সাইটে আপলোড করে দেন ওই মহিলা। তাও ওই মহিলার স্বামী যে পর্ন সাইটটি দেখেন, সেই পর্ন সাইটেই!

‘মুনসেট’ নামে  ব্রিটেনের একটি জনপ্রিয় ওয়েবসাইটে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বছর ৪০-এর ওই নারী। ওই নারী জানিয়েছেন, তিনি যখন অন্তঃস্বত্বা ছিলেন, তখন প্রতিরাতেই পর্ন সাইট গিয়ে নারীদের নগ্ন ছবি দেখতেন তাঁর স্বামী। বহুবার বারণ করেছিলেন। তাঁর স্বামী শোনেননি। উলটে অশান্তি করেছেন। এরপর স্বামীকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন ওই নারী।

ওই নারী বলেন, ‘একদিন রাতে স্বামী ঘুমিয়ে পড়ার পর, আমি নিজের স্তনের ছবি তুলে পর্ন সাইটে পোস্ট করে দিই।’ স্ত্রীর এই কীর্তির কথা ঘুণাক্ষরেও টের পাননি ওই নারীর স্বামী। এরপর যথারীতি অভ্যাসবশত ওই পর্নসাইটটি খোলেন তিনি এবং সেখানে নিজের স্ত্রীর স্তনের ছবি দেখে মেজাজ হারান। ওই নারী বলেন, ‘পর্ন সাইটে আমার ছবি দেখার পর অত্যন্ত রেগে যান আমার স্বামী। বলেন, আমি নাকি ওর থেকেও খারাপ কাজ করেছি।’

এই নারীর কীর্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ওই নারীর এই পদক্ষেপকে সমর্থন করেছে। আবার কেউ কেউ ওই নারীর দৃষ্টিভঙ্গি সমালোচনাও করেছেন। তাঁদের মতে, ওই নারীর এই হঠকারি সিন্ধান্তে হয়ত শেষপর্যন্ত বিয়েটাই ভেঙে যাবে!

 

গো নিউজ২৪/এএইচ

ওমেন`স কর্নার বিভাগের আরো খবর
আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

আপনার বাচ্চাকে ঘুমাতে সাহায্য করবে যেসব খাবার!

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

পিরিয়ডকালীন দুর্বলতা কমাবে যেসব খাবার

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

মেয়েদের যেসব সমস্যা ক্যান্সারের লক্ষণ!

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে টেন মিনিট স্কুল

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

উইগুর নারীদের জরায়ুতে বিশেষ ডিভাইস বসিয়েছে চীন

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!

করোনা প্রতিরোধে হিজাব কার্যকরী, মার্কিন গবেষণা!