ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর্শকভরা মাঠে রাঙহীন কুমিল্লা


গো নিউজ২৪ | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৮:১৭ পিএম আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯, ০২:০৭ পিএম
দর্শকভরা মাঠে রাঙহীন কুমিল্লা

মঙ্গলবারের প্রথম ম্যাচে গ্যালারির ৬০ ভাগ পূর্ণ ছিল দশর্কে। তবে দ্বিতীয় খেলার আগে তা শতভাগে রুপ নেয়। প্রথম খেলায় ছিল উচ্ছ্বাসে ভরা। ছিলেন গেইল-ডি ভিলিয়ার্স-মাশরাফির মতো আন্তর্জাতিক খ্যাতিনামা তারকা। তবে দ্বিতীয় ম্যাচটিও কম গুরুত্বের নয়। ব্যক্তি ছাপিয়ে এখানে আলোচ্যে ঢাকা-কুমিল্লার লড়াই। 

কথায় আছে, দশর্কভরা মাঠে খেলতে মজা পান খেলোয়াড়। তাতে তাদের লুকায়িত প্রতিভা দ্রুতই বিকশিত হয়। দশর্কদের চিৎকার-করতালিতে উৎসাহবোধ করেন তারা। ম্যাড়মেড়ে ম্যাচও মুহুর্তে রুপ নেয় আগুনে। উত্তেজনার পারদ ছড়ায় পরতে পরতে। আজ বিপিএলের ২৬তম ম্যাচে হয়েছেও তাই। দিনের দ্বিতীয় খেলায় টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। 

আমন্ত্রণে কুমিল্লার হয়ে ওপেনিংয়ে নামেন তামিম-এনামুল। শুরুর পথটা দ্রুত পার হতে গিয়ে ১৭ রানে প্রথম হোঁচট খায় কুমিল্লা। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের শট বল স্কয়ার লেগে পাঠাতে গিয়ে শুভাগত হোমের হাতে ধরা পড়েন বিজয়। সাত বল খরচায় মাত্র একরান করেন তিনি। গত ম্যাচেও বাজে আউটে কাটা পড়েছিলেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটম্যান। 

এনামুলের বিদায়ের পর তামিমকে সঙ্গ দিতে নামেন কুমিল্লার ক্যাপ্টন ইমরুল কায়েস। তিনিও বেশি দূর এগোতে পারেননি। রুবেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। তবে জোড়া ধাক্কা কাটিয়ে উঠতে শামসুর-তামিমের ইনিংসটি প্রশংসার দাবিদার। শামসুর আউট হওয়ার আগপর্যন্ত ৩৫ বলে ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তাতে প্রাথমিক ধাক্কা কেটে যায় কুমিল্লার। তবে শামসুরের আউটের আগে পর্যায়ক্রমে আরো দুটি উইকেট (তামিম-আফ্রিদি) হারায় কুমিল্লা। কিন্তু সেগুলো এতটা ইফেক্ট পড়েনি রানের গতিতে। বিশেষ করে আফ্রিদির আট বলের ইনিংসটিতে ক্যামিও বলা চলে। এই আট বলে তিনি ১৬ রান সংগ্রহ করেছেন। আর শেষের দিকে পেরেরার ২৬ রানের ইনিংসে সুবাধে ১৪৭ রান সংগ্রহ করে কুমিল্লা।

প্রসঙ্গত,বিপিএলে ঢাকার চলতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ঢাকা ডায়নামাইটস আর কুমিল্লা ভিক্টোরিয়ানস।  এদিকে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা ঢাকাকে ছোঁয়ার ভালো সুযোগ আজ কুমিল্লার সামনে। ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা কুমিল্লা আজ জিতলেই পয়েন্টের হিসাবে ঢাকা আর চিটাগংয়ের কাতারে চলে আসবে। গতকাল ঢাকাকে হারিয়ে দুই অঙ্কের ঘরে পা রেখেছে চিটাগং। কুমিল্লার জয় আজ তাদের নেট রান রেটের উন্নতিতেও সহায়ক হবে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ