ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেলস-ডি ভিলিয়ার্সের দিনে রংপুরের নায়ক গেইল


গো নিউজ২৪ | আরিফুর রাজু, মিরপুর থেকে প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৫:০৫ পিএম আপডেট: জানুয়ারি ২৮, ২০১৯, ১০:৪৩ এএম
হেলস-ডি ভিলিয়ার্সের দিনে রংপুরের নায়ক গেইল

গেইল নামের প্রতিশব্দ হওয়া উচিত-ঝড়-তুফান কিংবা প্রলয়। মুখবয় আদুরে হলেও ব্যাট হাতে খুনে মেজাজী এই ক্যারিবিয়ান দানব। বিশ্বের যেখানে টি-২০ সেখানেই তার পদচিহৃ। চার-ছক্কার ঝড়ে বোলারদের উড়িয়ে দেন বলেই ক্রিকেটবিশ্বে তার এতো চাহিদা। 

২২ গজে গেইল নামা মাত্রই দাঙ্গাল ঝড়ের আভাস। লাইন-লেন্থ ভুলে বোলারদের ধুকপুকানি এবং গ্যালারি ভর্তি দশর্কদের উল্লাস-বুবুজেলার বাঁশি। অথচ আজ এসবের কিছুই ঘটেনি মিরপুরে। খুলনা টাইটান্সের বিপক্ষে গেইলকে দেখা গেল ভিন্ন অবতারে। একেবারে শান্ত-শিষ্ট। নেটে ডিফেন্স প্র্যাকটিসে আসা সুবোধ বালকের মতো ছিলেন ইনিংসের বেশির ভাগ সময়। অন্যদিকে খুলনার ১৮১ রানের জবাবে নেমে ১০ ওভারেই জয় তুলতে বদ্ধপরিকর ছিলেন তারই ওপেনিং পার্টনার হেলস। 

মঙ্গলবার খুলনার টার্গেটে নেমে হেলস শুরু থেকেই ছিলেন মারকুটে। গেইলের ধরে খেলার বিপরীতে হেলস হয়ে ওঠেন আগুনে। মাত্র ২৬ বলেই অর্ধশতক তুলে নেন ইংলিশ ব্যাটসম্যান। তবে অর্ধশতকের পর আর মাত্র ৪ বল খেলার সুযোগ পান তিনি। তাতে করেন একরান। হেলস ফিরে গেলেও খুব একটা চাপ পড়েনি রংপুর শিবির। নেমেই শুরু থেকে হাত খুলে খেলেন এবি ডি ভিলিয়ার্স এবং নিজের দ্বিতীয় বলে সুইফ খেলে চার আদায় করে স্কোরবোর্ডে নাম লেখান। অন্যদিকে ৮ ওভারে ৮২ রান যোগ হয় রংপুরের স্কোরবোর্ডে।

মজার ব্যাপার হলো, ডি ভিলিয়ার্স শুরু থেকে আউট হওয়ার আগ পর্যন্ত ছিলেন বেশ বিধ্বংসী। অন্যদিকে উইকেট ধরে খেলাতেই ব্যস্ত ছিলেন গেইল।  ডি ভিলিয়ার্স ব্যাটিং ঝড় তোলার মুহুর্তে তাকে অনস্ট্রাইকে পাঠানোর কাজটি করছিলেন ক্যারিবিয়ান দানব। আর এই সুযোগে দর্শকদের চারটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা উপহার দেন তিনি। ইনিংসের ১২.২ ওভারের সময় মাহমুদউল্লাহর এলবিডব্লিউ ফাঁদে না কাটা পড়লে নিশ্চয় ইনিংস শেষ করেই ফিরতেন তিনি। তবে ফেরার আগে ২৫ বলে ৪১ রানের ক্যামিং ইনিংস খেলে যান দলের জন্য।

হেলস-ডি ভিলিয়ার্স ফেরার পর দলকে জয় তুলে দেয়ার দায়িত্ব এসে পড়ে দায়িত্ববান গেইলের কাঁধে।আর তাতেই তিন হয়ে ওঠেন বিধ্বংসী। খুলনার ক্যাপ্টেন মাহমুদউল্লাহকে ১৭ ওভারের সময় তিন ছক্কা হাঁকিয়ে আসল কাজটি করে একটু পরই মাঠ ছাড়েন গেইল। আর নামের পাশে যোগ করেন ৪০ বলে ৫৫ রান। গেইল ফিরে যাওয়ার পর শেষের দিকে রুশো এসে কফিনে শেষ পেরেকটি ঠুকেন। আর রংপুরকে বাদ পড়ার হাত থেকে বাঁচান।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ