ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল মাতাতে রংপুরে যোগ দিলেন তরুণ আফ্রিদি


গো নিউজ২৪ | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৯, ০৮:২৯ পিএম আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯, ০৮:৩৩ পিএম
বিপিএল মাতাতে রংপুরে যোগ দিলেন তরুণ আফ্রিদি

সিলেট জেলা স্টেডিয়ামে দেখা মিলল এক তরুণের। রংপুর রাইডার্সের অনুশীলন ক্যাম্পে বোলিং করছেন এই তরুণ তুর্কি। নেটে অবিকল পাকিস্তানের শহীদ আফ্রিদির বোলিং স্টাইলে বল করছেন। অনুশীলনজুড়ে কানাঘুষা—এই ছেলেটিকে রংপুরের পরের ম্যাচে নাকি খেলানো হতেও পারে। নাম কী তার? নাম শুনে রীতিমতো ধাক্কা—পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির স্টাইলে বোলিং করা ছেলেটির নামও আফ্রিদি! পুরো নাম মিনহাজুল আবেদীন আফ্রিদি।

শুধু পাকিস্তানি তারকার সাথেই নামের মিল নয়; মিল আছে বাংলাদেশের টেস্ট–পূর্ব যুগের কিংবদন্তি ব্যাটসম্যান, জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীনেরও! 

বাংলাদেশের ক্রিকেট যখন একজন লেগ স্পিনারের জন্য মাথা কুটে মরছে, তখন এই মিনহাজুল আবেদীন আফ্রিদি এক আশার নাম। চট্টগ্রামের এই ছেলেটিকে নিয়ে রংপুর পরের ম্যাচে ‘ফাটকা’ খেলতে পারে। 

নয়া আফ্রিদির খেলার সম্ভাবনা নিয়ে বলেছেন কোচ মুডিও। অনুশীলনের পর নতুন এই লেগ স্পিনারকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ ইতিবাচক মনোভাবই দেখালেন, ‘আমার মনে হয় সে খেলার জন্য প্রস্তুত। দুজন ভালো স্পিনার থাকলেও আমরা খুব করেই একজন লেগ স্পিনার খুঁজছিলাম। সে অনুশীলনে সবাইকে মুগ্ধই করেছে।’

দলের স্পিন পরামর্শক, জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকও মিনহাজুল আফ্রিদিকে নিয়ে দারুণ আশাবাদী। তিনি মনে করেন তার ভেতর ‘কাঁপিয়ে দেওয়ার’ মতো প্রতিভাই আছে, ‘আমি ওকে যতদূর দেখেছি, সে প্রতিভাবান। সে খেলাটা বোঝে এবং নির্দেশনা অনুযায়ীই কাজ করে। হতে পারে সে নতুন এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় সে যদি খেলার সুযোগ পায়, তাহলে সেটি হবে বড় চমকই। ওর যে প্রতিভা আছে, রংপুরের হয়ে অভিষেক হলে এক বছরের মধ্যেই সে আতঙ্কে পরিণত হবে। আমি বিশ্বাস করি, আগামী একটা বছর যদি সে প্রচণ্ড পরিশ্রম করে, তাহলে সে বাংলাদেশ দলে সুযোগ পাবে।’

বাংলাদেশের এক সময়ের স্পিনের কাণ্ডারি রফিক আরও বড় প্রশংসাপত্রই দিয়ে দিলেন, ‘রশিদ খান যে ধরনের, মিনহাজুলও সেই রকম। আমি বাংলাদেশের ক্রিকেট এত বছর ধরে দেখছি, সত্যি বলতে কি, বাংলাদেশে এমন লেগ স্পিনার দেখিনি। তার ফিল্ডিং দেখলাম। সেটিও ভালো। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যা যা দরকার, সবই ছেলেটির মধ্যে আছে। এখন কেবল পরিশ্রমটা করতে হবে।’

মিনহাজুল আফ্রিদিকে রীতিমতো আফগান লেগ স্পিনার রশিদ খানের সঙ্গেই তুলনা করেছেন রফিক, ‘রশিদ খান যে ক্যাটাগরির, মিনহাজুলও সেই ক্যাটাগরির। আমি বাংলাদেশের ক্রিকেট এত বছর ধরে দেখছি, সত্যি বলতে কী, আমি বাংলাদেশে এমন লেগ স্পিনার দেখিনি। তাঁর ফিল্ডিং দেখলাম। সেটিও ভালো। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যা যা দরকার, তার সবটাই ছেলেটির মধ্যে আছে। এখন কেবল পরিশ্রমটা করতে হবে।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ