ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিপিএল মাতাতে আসছেন জেসন রয়


গো নিউজ২৪ | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৯, ০৪:৪৫ পিএম আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯, ১০:৪৫ এএম
বিপিএল মাতাতে আসছেন জেসন রয়

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। ঢাকা থেকে বিপিএল এখন সিলেটে। এরই মধ্যে বিপিএল মাতাতে আসছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জেসন রয়। ইংলিশ ক্রিকেটারের আগমনে বেশ খুশি সিলেটের সমর্থকরা। কারণ চলতি আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন রয়। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ইংলিশ কাউন্টি ক্লাব সারে'র অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। জানা গিয়েছে আজই বিপিএলে অংশ নিতে দেশ ছাড়বেন এই তারকা ক্রিকেটার। 

গ্রুপ পর্বের বাকি ৭টি ম্যাচে তাকে পাবে সিলেট কর্তৃপক্ষ। তবে কারও বদলি হিসেবে রয়কে দলে নিয়েছে কিনা সেই ব্যাপারে এখনও নিশ্চিত করেনি সিলেট। এর আগেও বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশ ওপেনারের। ২০১২ এবং ২০১৩ সালের বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছিলেন তিনি। 

এদিকে বৃহস্পতিবার সকালে সিলেট স্কোয়াডে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ওয়েন পারনেল। নিজেদের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে জয়ের পর এই দুই তারকা ক্রিকেটারের অন্তর্ভুক্তি বাড়তি আত্মবিশ্বাস দিবে সিলেটকে। অন্যদিকে হঠাৎ এলবোর ইনজুরির কারণে বিপিএল ছেড়ে নিজ দেশ অস্ট্রেরিয়া পাড়ি জমিয়েছেন সিলেটের বড় তারকা ডেভিড ওয়ার্নার। এমন সময় জেসন রয়ের দলের সাথে যোগ দেয়ায় কিছুটা হতাশা গুছলো সিলেট সিক্সার্সের। 

সিলেট সিক্সার্স স্কোয়াডঃ

লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ওয়েন পারনেল, জেসন রয়। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ