ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন চাকরি পেলেন মরিনহো


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ০৩:০০ পিএম
নতুন চাকরি পেলেন মরিনহো

গেল বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে লিভারপুলের কাছে হারের দিন রেড কার্ড পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো। নতুন চাকরির জন্য বেশি দিন গুরতে  হয়নি তাকে। ঠিক এক মাস পরেই নতুন চাকরি পেয়েছেন মরিনহো। তবে নতুন কোনো ক্লাবের ম্যানেজার হিসেবে নয়, টিভিতে ক্রীড়া বিশেষজ্ঞ হিসেবে। এশিয়ান কাপ উপলক্ষে কাতারের চ্যানেল ‘বিইন স্পোর্টসের’ ক্রীড়া বিশ্লেষক হিসেবে কাজ করবেন তিনি।

জানুয়ারির ৫ তারিখ থেকে ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া এই টুর্নামেন্টের দলগুলোর কৌশল, শক্তিমত্তা, খেলোয়াড়দের পারফরম্যান্স—ইত্যাদি নিয়ে আলোচনা করবেন মরিনহো। দক্ষিণ কোরিয়ার হিউং মিন সন, জাপানের তাকাশি ইনুই আর মায়া ইয়োশিদার মতো খেলোয়াড়দের খুঁটিনাটি বিশ্লেষণ করবেন তিনি। ফেব্রুয়ারির এক তারিখে শেষ হবে এশিয়ান কাপ, অর্থাৎ বলা যায় অন্তত সামনের দুই সপ্তাহ চাকরি নিয়ে মরিনহোকে আর চিন্তা করতে হবে না!

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন হোসে মরিনহো। কিন্তু ২০১৮-১৯ মৌসুমে শুরু থেকেই লিগে ছন্দে নেই ম্যানইউ। তাই তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় ইউনাইটেড।

এদিকে জানা গেছে, চুক্তি শেষ হওয়ার আগেই মরিনহোকে ছাঁটাই করার কারণে মরিনহোকে বেশ বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ মিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ পেয়ে এখনই মরিনহো অন্য কোনো ক্লাবে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন না। তাই কিছুদিন আগে পর্তুগিজ ক্লাব বেনফিকার কোচ হওয়ার প্রস্তাব পেলেও ‘না’ করে দিয়েছেন তিনি। 

এদিকে শোনা যাচ্ছে, আবারও মরিনহোকে রিয়াল মাদ্রিদের কোচ করে নিয়ে আসার পরিকল্পনা করছেন দলটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের অধিনায়ক সার্জিও রামোসও মরিনহোকে নিজেদের গুরু হিসেবে পেতে আগ্রহী। তবে চলমান মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত মরিনহো অন্য কোনো দলের ম্যানেজার হওয়ার ঝুঁকি নিচ্ছেন না, এমনটা বলা যেতে পারে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ