ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফের ক্রিকেট মাঠে মৃত্যু


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৯, ০৬:৫৩ পিএম আপডেট: জানুয়ারি ১৪, ২০১৯, ১২:৫৩ পিএম
ফের ক্রিকেট মাঠে মৃত্যু

ফিল হিউজের স্মৃতিটা এখনো টাটকা। তরুণ অস্ট্রেলীয় পেসার শন অ্যাবটের বলে আঘাত পেয়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন অস্ট্রেলীয় ওপেনার ফিলিপ হিউজ। তার আগে ঢাকার মাঠে খেলতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা। মৃত্যুর এই মিছিলে এবার যুক্ত হলো আরও একজন—ভারতের গোঁয়ার এক ক্রিকেটার রাজেশ ঘোটগে।

রবিবার (১৩ জানুয়ারি) বিকালে মারগাঁও টাউনে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে ব্যাট করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজেশ। মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলো ঘোষণা করেন ডাক্তাররা।

রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়ামে খেলা চলছিল মারগাঁও ক্রিকেট ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ম্যাচ। ৩০ রান করে নন স্ট্রাইকার প্রান্তে ছিলেন রাজেশ। বিকাল ৩টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি।

তড়িঘড়ি করে তাকে স্থীনীয় ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারী নার্সিহোমে নিয়ে যাওয়া হয় রাজেশকে। তবে সেখানে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে।

নব্বইয়ের দশকে গোঁয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে বেশ নাম কামিয়েছিলেন এই ক্রিকেটার। গোঁয়ার হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচ ও আটটি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ক্রিকেটারের। 

ক্রিকেট মাঠে মরে যাওয়ার উদাহরণের তালিকা এর ফলে লম্বাই হলো। ক্রিকেটের মাঠে সর্বপ্রথম মারা যান ইংলিশ ক্রিকেটার জর্জ সামারস, ১৮৭০ সালে। সামারস ছাড়াও ইংলিশ ক্রিকেটারদের মধ্যে খেলার মাঠে খেলতে গিয়ে মারা গেছেন অ্যান্ডি ডুকাট ও উইলফ স্ল্যাক। উপমহাদেশের ক্রিকেটারদের মধ্যে রমন লাম্বা ছাড়াও মারা গেছেন পাকিস্তানের আব্দুল আজিজ, জুলফিকার ভাট্টি ও ওয়াসিম রাজা। সর্বশেষ, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে পেসার শন অ্যাবটের এক বাউন্সারে কানের পেছনে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার ফিলিপ হিউজ। হাসপাতালে নিবিড়-পরিচর্যাকেন্দ্রে দু’দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেও ফিরতে পারেননি তিনি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ