ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চরম হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ


গো নিউজ২৪ | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ০৭:৪৪ পিএম
চরম হতাশ মাহমুদউল্লাহ রিয়াদ

'প্রথমবারের মতো সুপার ওভার। জিততে পারলে ভালো লাগত। আসলে কেউই তো আসলে সুপার ওভার চায় না। আমার মনে হয় না কোন অধিনায়কই সুপার ওভার খেলতে চাইবে। কারণ আমাদের এক ওভারে ১৯ রান ডিফেন্ড করা উচিত ছিল। এমনকী সুপার ওভারেও পারিনি।' 

শনিবার (১২ জানুয়ারি) চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে সুপার ওভার নিয়ে হতাশাচিত্তে কথাগুলো বলেছিলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আসল ব্যাপার হলো, ষষ্ঠ বিপিএলে প্রথমবারের মতো কোন ম্যাচ টাই হওয়ার ঘটনা ঘটে। আর তাতে ব্যর্থ রিয়াদের দল।

শনিবার চিটাগংয়ের বিপক্ষে ম্যাচটিতে খুলনা প্রথমে ব্যাট করে তুলেছিল ৬ উইকেটে ১৫১ রান। আর চেজের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারে চিটাগংয়ের প্রয়োজন দাঁড়ায় ১৯ রান। আর ২০তম ওভারে খুলনার হয়ে বোলিংয়ে আসেন আরিফুল হক। তাকে নাঈম হাসান একটি এবং ফ্রাইলিংক দুটি ছক্কা হাঁকান। তাতেই শেষ বলে চিটাগংয়ের প্রয়োজন পড়ে ১ রান। কিন্তু ওই বলটি দারুণ বুদ্ধিমত্তায় স্লোয়ার করে মিস করিয়ে দেন আরিফুল। সানজামুল অপর প্রান্ত থেকে দৌঁড় দিলেও ফ্রাইলিংক রানটা পূরণ করতে পারেননি। ফলে ম্যাচ হয়ে যায় টাই। 

উত্তেজনাকর ম্যাচটি টাই হওয়াতে সুপার ওভারের সাহায্য নিতে হয় আম্পায়ারদের। তাতে প্রথমে ব্যাটিং করে ১১ রান সংগ্রহ করে চিটাগং। কিন্তু তা টপকাতে গিয়েও হোঁচট খায় খুলনা। আর এ জন্যই  দারুণ হতাশ অধিনায়ক রিয়াদ। কারণ আসরে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি খুলনা টাইটান্স, ‘এখনও বাকি আট ম্যাচের মধ্যে বাকি আট ম্যাচ জেতা লাগবে। তারপরও এটা ক্রিকেট। এখন দলের কাছে বার্তা একটাই থাকবে, ম্যাচ বাই ম্যাচ খেলা। আজকের ম্যাচে দলকে বলছিলাম, একটা জয় হয়তো আমাদের দলকে অনুপ্রাণিত করবে। আমার মনে হয় এর চেয়েও ভালো দল। আমরা ব্যাটিং বোলিং, কোনটাই পারফর্ম করতে পারছি না। হতাশাজনক।'
 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ