ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেভান্তের মাঠে বার্সার হার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৯, ১০:৫৩ এএম
লেভান্তের মাঠে বার্সার হার

স্প্যানিশ কোপা দেল রের গেল চার আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই টুর্নামেন্টে তাদের আধিপত্য একচেটিয়া। কিন্তু সেখানে একটা ধাক্কাই খেয়েছে বৃহস্পতিবার রাতে। কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনা ২-১ গোলে হেরে গেছে লেভান্তের কাছে। 

যদিও লেভান্তের মাঠে তাদের স্মৃতি খুব বেশি সুখের নয়। লা লিগার গেল মৌসুমে লেভান্তের মাঠে প্রথম লেগে ৫-৪ গোলে হেরেছিল বার্সা। অবশ্য ফিরতি লেগে ঘরের মাঠে লিওনেল মেসির হ্যাটট্রিকে কাতালানরা জিতেছিল ৫-০ ব্যবধানে। বৃহস্পতিবার অবশ্য লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ইভান রাকেটিচ, জেরার্ড পিকে ও জর্ডি আলাবারা খেলেননি। তবে সেরা একাদশে শুরু থেকেই ছিলেন ওসমানে দেম্বেলে, আর্তুরো ভিদাল, সার্জিও বুসকেটস ও ফিলিপে কুতিনহোরা।

বল দখলে বার্সেলোনা অনেকটা এগিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে লেভান্তে। চতুর্থ মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পেয়ে এগিয়েও যায় স্বাগতিকরা। হেডে গোলটি করেন উরুগুয়ের ডিফেন্ডার এরিক কাবাকো।

অষ্টাদশ মিনিটে টানা চারবারের চ্যাম্পিয়নদের হতবাক করে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বোরহা মায়োরাল। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় ডাচ গোলরক্ষক ইয়াসপের সিলেসেনকে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড।

এর দুই মিনিট পরেই প্রথমার্ধে নিজেদের সেরা সুযোগটি পায় বার্সেলোনা। গোলরক্ষককে একা পেয়েছিলেন উসমান দেম্বেলে; কিন্তু তার শট দারুণ নৈপুণ্যে রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক ফের্নান্দেস।

২-০ স্কোর লাইনে থেখে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর উভয় দল দারুণ দারুণ সব সুযোগ পায়। কিন্তু তার কোনোটিই কাজে লাগাতে পারেনি।

ম্যাচের ৮৫তম মিনিটে অবশ্য একটি গোল শোধ করে বার্সা। এ সময় পেনাল্টি এরিয়ায় লেভান্তের কোকে ফাউল করেন বার্সার ডেনিস সুয়ারেজকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান ফিলিপে কুতিনহো। অবশ্য তার গোলে আশা বেঁচে থাকলো বার্সার। ফিরতি লেগে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জিতলেই কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে বার্সা। অবশ্য ফিরতি লেগে মেসি-সুয়ারেজরাও হয়তো খেলবেন। সেক্ষেত্রে বড় জয় পেতেই পারে কাতালানরা।

এদিকে অপর ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া। আর রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল বেটিস। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ