ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই চার কারণে অধিনায়ক কোহলির সরে দাঁড়ানো উচিত


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ১২:৪১ পিএম আপডেট: আগস্ট ১৫, ২০১৮, ১২:৪৫ পিএম
এই চার কারণে অধিনায়ক কোহলির সরে দাঁড়ানো উচিত

ব্যাটসম্যান কোহলি যতটা প্রশংসিত অধিনায়ক কোহলি ততটা নিন্দিত। দেশের বাইরে অধিনায়ক কোহলির রেকর্ড আরো বেশি খারাপ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দি্‌বতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের শোচনীয় পরাজয়ের পর ক্রিকেট মহলে ফের সমালোচিত অধিনায়ক কোহলি। এমনকি ভারতীয় সমর্থকরা কোহলির পদত্যাগ দাবি করছেন। শুধু তাই নয় তারা অবসর ভেঙে ধোনিকে ফিরে আসার অনুরোধ করছেন। 

এদিকে বিসিসিআই সতর্কবাণী দিয়ে রেখেছে অধিনায়ক ও কোচকে।ট্রেন্ট ব্রীজে হার মানেই সিরিজ হার, সেক্ষেত্রে বিদেশের মাটিতে এই জঘন্য পারফর্ম্যান্সের কারণ ব্যাখা করতে হবে কোহলি-শাস্ত্রীকে৷

যে চার কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বিরাটের-

১) নেতা কোহলির দল নির্বাচনে ব্যর্থতা- অধিনায়ক কোহলিতে নিয়ে ইতিমধ্যে ব্রিটিশ মিডিয়ায় মজার একটি জোকস চালাচালি শুরু হয়েছে। ‘৩৭ টেস্টে ৩৭ রকম বদল, কোহলি সত্যিই গেমচেঞ্জার’। এখনও পর্যন্ত ৩৭টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর মধ্যে পরপর দুটি টেস্টে কখনও একই দল খেলাননি ভারতীয় অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়নে হঠাৎ করেই ফর্মে থাকা ভুবিকে বসিয়ে ইশান্তকে খেলিয়েছিলেন কোহলি। সিরিজের শেষ ও ফাইনাল টেস্ট জোহানেসবার্গে ফের ভুবনেশ্বরকে দলে ফেরান ভারত অধিনায়ক। ব্যাট-বলে দুর্দান্ত খেলে জোহানেসবার্গ টেস্ট জিতিয়েছিলেন ভুবনেশ্বর। ঐ সিরিজেই প্রথম দুই টেস্টে রোহিতকে খেলিয়ে ব্যর্থ হয়ে শেষে রাহানেকে তৃতীয় টেস্টে সুযোগ দেন অধিনায়ক। কে না জানে বিদেশের মাটিতে রোহিতের চেয়ে সাফল্যের বিচারে অনেক এগিয়ে রাহানে।

আরো পড়ুন: ৩১ সদস্যের দলেও জায়গা হয়নি তিন সিনিয়র তারকার

২) বোলার নির্বাচন অভিজ্ঞতার অভাব- যে অশ্বিন এজবাস্টনে ছিল তুরুপের তাস, সেই স্পিনারকে দ্বিতীয় টেস্টে সেভাবে ব্যবহার করে উঠতে পারলেন না কোহলি। এজবাস্টনে ভারতের পালে হাওয়া এনে দেওয়া অশ্বিনকে লর্ডসে মাত্র ১৭ ওভার বল কারন কোহলি। দ্বিতীয়ত লর্ডসে প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর পরে থাকা চারদিনে কেন দুই স্পিনারের পথে হাঁটলেন বিরাট, সেই যুক্তিও বোঝা গেল না।

৩) তরুণদের নিয়ে ঝুঁকি না নেওয়া- ইংল্যান্ডের মাটিতে দীনেশ কার্তিক যেভাবে ব্যর্থ হচ্ছেন তাতে তরুন ঋষভকে পরীক্ষা করে দেখে নিতে পারতেন বিরাট। ভারত অধিনায়ক অবশ্য সেই রাস্তায় হাঁটেননি। ভবিষ্যতের কথা ভেবেই বিকল্প কিপার তৈরি রাখা উচিত কোহলির। ঋদ্ধিমান চোটে ভুগছেন, দীনেশের অফ ফর্ম। এটাই সঠিক সময় ঋষভকে পরীক্ষা করে নেওয়ার।

৪)ব্যাটিংয়ে প্রভাব- নেতৃত্ব ছাড়লেও কোহলির ব্যাটিংয়ে কোনও প্রভাব পড়বে না। সাধারণ নেতৃত্ব ছাড়ার পর অন্য কারো অধিনায়কত্বে দলের বাইরে চলে যাওয়ায় আশঙ্কা থাকে। কোহলির সেই আশঙ্কা নেই। দলের এক নম্বর ব্যাটসম্যান, ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। ফলে নেতৃত্ব ছাড়ার পর চাপমুক্ত হয়ে ব্যাটিংয়ে আরও বেশি মনসংযোগ বাড়াতে পারবেন।

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ