ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বার্সার হয়ে মেসিকে কম খেলার অনুরোধ আর্জেন্টিনার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৮:০৪ পিএম
বার্সার হয়ে মেসিকে কম খেলার অনুরোধ আর্জেন্টিনার

বার্সেলোনার প্রাণভোমরা তিনিই। প্রাণভোমরা না থাকলে বার্সার আকাশে কালো মেঘ জমে। তাই বড় কোনো সমস্যা না থাকলে বরাবরই বার্সেলোনার হয়ে মাঠে থাকেন। বলছি, লিওনেল মেসির কথা। গত আট মৌসুম ধরে দৃশ্যটা এমনই। তবে এই মৌসুমে মাত্র দুটি ম্যাচে মেসি বদলি হিসেবে নেমেছেন ম্যাচের ৬০ মিনিটের দিকে। দুই ম্যাচে তাকে তুলেও নেওয়া হয়েছিল আগে। এ ছাড়া ৩২ ম্যাচের প্রতিটাতেই পুরো সময় ধরে খেলেছেন।

মেসিহীন নিরব বার্সা। সবসময় মাঠে থাকলে বার্সার সমর্থকেরা খুশি থাকে বেশ। কিন্তু আর্জেন্টিনা সমর্থকেরা চাইবে, মেসি যেন তালুর জোর একটু জমিয়ে রাখেন। সামনেই যে বিশ্বকাপ! জাতীয় দলের জন্য পুরো ফিট মেসিকে পেতেই বার্সার হয়ে তাকে কম খেলার অনুরোধ করেছে আর্জেন্টনা ফুটবল অ্যাসোসিয়েশন। এফএ সভাপতি ক্লদিও তাপিয়া খোলাখুলিই বলেছেন, সুযোগ পেলে মেসিকে যেন বিশ্রামে রাখা হয়।

বর্তমানে আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়েরা দুর্দান্ত ফর্মে আছেন। গতকাল গঞ্জালো হিগুয়েইনও জোড়া গোল করেছেন চ্যাম্পিয়নস লিগে। টিওয়াইসি স্পোর্টসকে তাপিয়া বলেছেন, ‘আশা করি, খেলোয়াড়েরা এখন যে ফর্মে আছে, তাদের তখন তেমন ফর্মেই পাওয়া যাবে। এই মুহূর্তে লিওনেল মেসি এবং সার্জিও আগুয়েরো দারুণ খেলছে। মেসির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। তাকে বলেছি বার্সায় সামর্থ্যের তুলনায় কম খেলতে—ধরুন এমন ম্যাচ যেখানে মেসির না থাকলেও চলে, নিজের প্রতি যত্ন নিতে এসব ম্যাচে তার না খেলাই ভালো।’

তাপিয়া আরও জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে রাশিয়ার পথে উড়াল দেওয়ার আগে স্পেনের বার্সেলোনায় কিছুদিন তাঁবু খাটাবে আর্জেন্টিনা দল। সেখানে অনুশীলনের পাশাপাশি ক্যাম্প নুতে কাতালোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও অংশ নেবে আর্জেন্টিনা দল।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ