ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেট মহলে প্রশংসিত রোহিতের সাহসী ইনিংস


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ১২:০৯ পিএম
ক্রিকেট মহলে প্রশংসিত রোহিতের সাহসী ইনিংস

দারুণ খেলেছেন রোহিত, জবাব দিয়েছেন টুইটারে সমালোচকদের। পোর্ট এলিজাবেতে সিরিজের পঞ্চম ম্যাচে তার ১১৫ রানের ইনিংসে ভর করে প্রথম বারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে ভারত।

সিরিজের প্রথম চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোটে মাত্র ৪০ রান।  অথচ ভারতের মাটিতে চোখে বন্ধ করে পেটালেও নাকি রানের দেখা পান ওয়ানডে ক্রিকেটে বেশিবার দ্বিশতক রানের মালিক। 

আরেকটি অদ্ভুতুড়ে ব্যাপার হলো, দক্ষিণ আফ্রিকা সিরিজে এখন পর্যন্ত ছটি ম্যাচে মাঠে নেমে ছ’বারই পেসার কাগিসো রাবার বলে আউট হয়েছেন শর্মা। মঙ্গলবারও ৯৬ রানে রাবাদার শিকার হতেন রোহিত যদিনা সামসি ক্যঅচ মিস না করতো।

২০১৭ সালে ১২৯৩ রান করে কোহলির পরে অবস্থান করা রোহিত এবারের আফ্রিকা সফরে টানা ব্যর্থ রোহিত বলেন,‘আমি তিনটি (চার) ম্যাচেই একজনের বলেই আউট হয়েছি। এক ম্যাচ ভালো খেলার পর যদি কেউ তিন-চারটি ম্যাচ ভালো করতে না পারে, তাহলে আপনি বলবেন তিনি বাজে ফর্মে আছেন।’

ভারতীয় দলের সহ-অধিনায়ক বলেন, ‘ আমরা গোটা দল কঠোর পরিশ্রম করেছি। ড্রেসিং রুমে সবসময় আমরা আমাদের বোলিং এবং ব্যাটিং নিয়ে আলোচনা করেছি।একটি শতক হাঁকানো মানেই সব হয়ে গেছে তাই নয়। আমার চোখ সামনের ম্যাচে আরও ভালো করা। 

ভারতীয় ওপেনারের মতে পোর্ট এলিজাবেদের এই উইকেটে ২৭০-২৮০ ভালো স্কোর। তেব তাদের লক্ষ ছিল আরও বেশি। কিন্তু রোহিতের বিশ্বাস ছিলো এই ২৭৪ রানে তারা জিততে পারবে। হয়েছেও তাই।

তিনি বলেন,‘২৫ বছর পর টেষ্ট সিরিজ জিতেছি। এটা সত্যিই আনন্দের। আমরা এর আগে ২০০৭-২০০৮ মৌসূমে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছি। গোটা সিরিজে আমরা ভালো খেলে ডোমিনেইট করেই জিতেছি। সবাই খুবই ভালো খেলেছে।

ম্যাচ সেরা রোহিত আরও বলেন,‘আমাদের আত্মবিশ্বাস ছিল সিরিজে আমরা ভালো খেলবো। যদিও টেস্ট সিরিজ হেরিছি। তবে টেস্ট সিরিজে খুব কাছাকাছি গিয়ে আমরা দুটি ম্যাচ হেরেছি।যাইহোক, আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে খুব গর্ব বোধ করছি বিশেষ করে শেষ ম্যাচ জিতে গোটা দলই এখন খুব আনন্দিত।’

বিগ ম্যাচে রোহিতের এমন গ্রেট নকে ক্রিকেট মহলে প্রশংসিত তিনি।টুইটারে রোহিতের প্রশংসায় সাবেকরা।   
গেনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ