ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রীড়া উপমন্ত্রী জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০১৮, ১২:০০ পিএম
ক্রীড়া উপমন্ত্রী জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ

ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে আরামবাগ একাডেমি। মূলত, গত রোববার তৃতীয় বিভাগ ফুটবল লীগে মুখোমুখি হয় আরামবাগ ফুটবল একাডেমি ও দীপালী যুব সংঘ। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে দীপালী সংঘের ডাগআউটে গিয়ে দাঁড়ান ক্লাবটির সভাপতি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ছিলেন ম্যাচের শেষ পর্যন্ত। 

এসময় তিনি খেলোয়াড়দের নানা দিক নির্দেশনা দেন। ক্ষমতার অপব্যবহার করে জয় ডাগআউটে দাঁড়িয়েছেন বলে অভিযোগ আরামবাগ একাডেমির। ক্লাবটির সভাপতি মোমিনুল হক সাঈদ জানান, ‘তিনি (আরিফ খান জয়) ওখানে যেতেই পারেন না।

কারণ, অনুমতি নেই। একজন মন্ত্রী যদি মাঠে গিয়ে কোচিং করান, মাঠের এপাশ থেকে ওপাশে হাঁটা শুরু করেন, কীভাবে চলবে। ফুটবল তো এভাবে ধ্বংস হয়ে যাবে।’

এ নিয়ে গতকাল সোমবার ঢাকা মহানগরী লীগ কমিটির অফিসে লিখিত অভিযোগ করেছে মতিঝিল ক্লাবপাড়ার দলটি। লীগ কমিটির সভাপতি হারুনুর রশীদ এ ব্যাপারে বলেন, অফিসে অভিযোগ জমা পড়েছে বলে শুনেছি। পরবর্তীকালে বসে আমরা করণীয় ঠিক করবো। তবে আমার কাছে মনে হয় মন্ত্রী সবার কাছে সমান। একটি দলের পক্ষে এভাবে তার ডাগআউটে দাঁড়ানো ঠিক হয়নি।’ 

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জয়ের বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে বিজেএমসির ম্যানেজার থাকাকালে মাঠে অস্ত্র নিয়ে প্রবেশ করেছিলেন আরিফ খান জয়। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। সর্বশেষ পাইওনিয়ার ফুটবল লীগে ড. ওয়াজেদ মিয়া ফুটবল দলের ডাগআউটে দাঁড়িয়ে রেফারিদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ