ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঁদছেন জোকোভিচ, ফেদেরারের উচ্ছ্বাস


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ১২:৪১ পিএম
কাঁদছেন জোকোভিচ, ফেদেরারের উচ্ছ্বাস

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ষষ্ঠ শিরোপা হাতে নেয়ার পথে আরেকটু এগিয়ে গেলেন রজার ফেদেরার। সেই সঙ্গে ইনজুরিতে ভোগা নোভাক জোকোভিচের বিদায় ছিল সবচেয়ে বড় অঘটন। শিরোপা ছুঁয়ে দেখতে তার দরকার আর তিনটি জয়। তাহলেই অস্ট্রেলিয়ান ওপেনের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন দ্বিতীয় বাছাই। 

এদিন হাঙ্গেরির মার্টন ফুকসোভিকসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ফেদেরার। বিশ্বের ৮০ নম্বর র‌্যাংকিংধারীর বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন ১৯টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা। রড লেভার অ্যারেনায় দুর্দান্ত পারফরম্যান্সে দুই ঘণ্টা ১ মিনিটে লড়াই শেষ করেছেন ফেদেরার। জিতেছেন ৬-৪, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে।

সুইস তারকার সঙ্গে টমাস বার্ডিচ কোয়ার্টার ফাইনালে ওঠায় গতবারের তৃতীয় রাউন্ডের পুনরাবৃত্তি হচ্ছে এই আসরে। মেলবোর্ন পার্কে গত বছর শেষ ৩২ এ বার্ডিচকে হারান ফেদেরার। এবার তাদের মুখোমুখি লড়াইটা হচ্ছে শেষ আটে। শেষ ষোলোর লড়াইয়ে এদিন ফ্যাবিও ফগনিনির বিপক্ষে ৬-১, ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন বার্ডিচ।

মঙ্গলবার চতুর্থ রাউন্ডের অন্য দুই ম্যাচ শেষ হয়েছে বড় চমকে। দক্ষিণ কোরিয়ার হিয়ন চুং বিদায় করেছেন ছয়বারের চ্যাম্পিয়ন জোকোভিচকে। চোট নিয়েও তৃতীয় রাউন্ড পার হয়েছিলেন সার্বিয়ান এ তারকা, কিন্তু পারলেন না শেষ ষোলোতে। প্রথম সেটের পর ডান কনুইয়ের চিকিৎসা নিতে হয়েছে তাকে। ব্যথায় বেশ অস্বস্তি নিয়ে খেলতে হচ্ছিল জোকোভিচকে। কিন্তু দুর্দান্ত চুংয়ের কাছে আর পেরে ওঠেননি।

৩০ বছর বয়সী এ সার্বিয়ান তারকাকে ৭-৬ (৭-৪), ৭-৫, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে প্রথম কোরিয়ান হিসেবে একটি গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী চুং। শেষ আটে তার জন্য অপেক্ষা করছে এদিনের আরেক চমক টেনিস স্যান্ডগ্রেন। র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে থাকা এ আমেরিকান ৬-২, ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-৭ (৭-৯), ৬-৩ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই ডেভিড থিয়েমকে।

গত বছরের প্রায় পুরোটা সময়ই ইনজুরি ভুগিয়েছিল জোকোভিচকে। তবে বছরের প্রথম এই গ্র্যান্ডস্ল্যামে ফিরে নিজেকে ভালোই জানান দেন। প্রথম তিন রাউন্ডে হারান ডোনাল্ড ইয়ং, গায়েল মনফিলস ও আলবার্ট রামোসকে। যদিও তৃতীয় রাউন্ডে খেলার মাঝেই চোটে পড়েছিলেন তিনি। চতুর্থ রাউন্ডে এসে আর রক্ষা হলো না সাবেক নাম্বার ওয়ান তারকার। তবে এই আসরেই সবচেয়ে সফল জোকোভিচের সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জেতাটা এবার স্বপ্ন হয়েই রইল।

নিজের আইডল জকোভিচকে হারিয়ে শেষ আটে ওঠার প্রতিক্রিয়া জানাতে গিয়ে চুং বলেছেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না। স্বপ্ন সত্যি হয়েছে। আমি যখন ছোট ছিলাম, জকোভিচকে অনুকরণ করতাম। কারণ সে আমার আইডল।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ