ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাশিয়া ফুটবল বিশ্বকাপে থাকছে ভিডিও রেফারি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ১২:৩৪ পিএম
রাশিয়া ফুটবল বিশ্বকাপে থাকছে ভিডিও রেফারি

ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রায় বিতর্কের সুত্রপাত ঘটে থাকে। তাই এ অবস্থা নিরসনে রাশিয়া বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে ভিডিও প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ফিফার এক কর্মকর্তা। নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ম্যাচের ধারা পাল্টে যাবে বলে জানান তিনি।

রাশিয়ায় ২০১৮ সালের জুনে বসবে বিশ্বকাপের পরবর্তী আসর।আর সেখানেই সংযোজন করা হবে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি পদ্ধতি। তার আগে ২ মার্চ ফিফার আরেকটি বার্ষিক সভা আছে। সেখানে ভিভিও রেফারি ব্যবহারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। আর তা হলে ধীরে ধীরে সব সমস্যা কেটে যাবে।

ভিডিও রিভিউর মাধ্যমে খেলা চলাকালীন সময়ে রেফারির ভুল সিদ্ধান্ত কমে যাবে বলে মত দেন অনেকে। তাই চলতি মৌসুমে ইতালি, জার্মানি এবং ইংল্যান্ডে পরীক্ষামূলকভাবে ফিফা এই প্রযুক্তি চালু করে। তবে কোনো কোনো ক্ষেত্রে সেটি সমালোচিতও হয়েছে।

ফিফার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফিলিপ লে ফ্লোচ বলেন, ‘অবশ্যই বিশ্বকাপে সহকারী রেফারি হিসেবে ভিডিও প্রযুক্তি থাকবে। এতে ফুটবলে স্বচ্চতা ফিরে আসবে। কারণ এতে সব দেখা যাবে।’

ফুটবলে যেকোনো আইন পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আইএফএবি (IFAB)। ফিফাসহ চারটি ব্রিটিশ সংগঠন (FA, SFA, IFA and FAW) আইএফবিএ’র অন্তর্ভুক্ত।

এই পাঁচ সংগঠনের মোট ভোট আটটি।এর মধ্যে ফিফার চারটি। আর ব্রিটিশ সংগঠনগুলোর প্রত্যেকের একটি করে। নতুন আইন বাস্তবায়ন করতে আট ভোটের মধ্যে কমপক্ষে ছয়টি ভোটের প্রয়োজন হয়।

প্রথম ২০১৬ সালের মার্চ থেকে পরীক্ষামূলকভাবে ভিডিও প্রযুক্তির ব্যবহার শুরু করে ফিফা। ভিডিও রেফারি সম্পর্কে আইএফবিএ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ভিডিও রেফারি ব্যবহারের স্বচ্চতা কতটুকু এর ফলাফল আছে।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত  ৮০৪ টি ম্যাচে ভিডিও সহকারী রেফারির সহযোগিতা নেওয়া হয়েছে। এর মধ্যে সঠিক সিদ্ধান্ত এসেছে ৯৮.৯ শতাংশ ক্ষেত্রে।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, প্রত্যেক ম্যাচে গড়ে পাঁচ কিংবা তারও কম ক্ষেত্রে ভিডিও রেফারি ব্যবহৃত হয়েছে। এর মধ্যে ৬৮.৮ শতাংশ ম্যাচে কোনো রিভিউ নেয়া হয়নি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ