ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাইলফলকের সামনে ‘কাপ্তান’ মাশরাফি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ১০:৫১ এএম
মাইলফলকের সামনে ‘কাপ্তান’ মাশরাফি

ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ  হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফি-সাকিবরা। তাই এখন ওরা নির্ভার। এখন শুধু অপেক্ষা শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষের জন্য। তবে ফাইনাল খেলার আগে দুটি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ রয়েছে টাইগারদের। মঙ্গলবার (২৩ জানুয়ারি)  জিম্বাবুইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এর সঙ্গে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য একটি রেকর্ডও হাতছানি দিচ্ছে। আজকের ম্যাচটি জিততে পারলেই তিনি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বাধিক জয় পাইয়ে দেয়া অধিনায়কের রেকর্ড গড়বেন।

চলমান তিন জাতি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে জয় এনে দিয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের রেকর্ড স্পর্শ করেন কাপ্তান মাশরাফি।এখন পর্যন্ত তাদের দু‘জনের হাত ধরে সমান ২৯ ওয়ানডে জয় পায় বাংলাদেশ।

তবে ম্যাচের দিক থেকে পার্থক্য রয়েছে। বাশার ৬৯ ম্যাচে বাংলাদেশ দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশকে দিয়েছেন ২৯ জয় এবং ৪০ পরাজয়। অন্যদিকে মাশরাফি ৫২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৯ জয় ও ২৩ ম্যাচে হারেন। এই দিক থেকে তুলনামূলকভাবে দেশের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক হয়ে গেছেন সমান ২৯ জয় এনে দেয়া মাশরাফি। কারণ, বাশারের তুলনায় মাশরাফির ম্যাচ খেলেছেন কম। কিন্তু জয় সমান।

মাশরাফির সাফল্যের হার ৬৮ ভাগ।সাবেক অধিনায়কের ৪২.০২। এখন ম্যাচের দিক থেকে হাবিবুলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মাশরাফির সামনে। তাই আর একটি ম্যাচ জিতলেই বাংলাদেশকে সর্বাধিক ৩০ জয় পাইয়ে দেয়ার অনন্য রেকর্ড গড়বেন মাশরাফি।

অবশ্য আজকের ম্যাচের মূল লক্ষ্য নিজেদের উন্নতি ঘটানো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ড্যশিং ওপেনার তামিম ইকবালও তেমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা পূর্বে যে সব ভুল করেছি সেগুলো শোধরাতে চাই। এ ম্যাচে নিজেদের পারফর্মেন্সের উন্নতি ঘটানোই মূল লক্ষ্য।’

গোনিউজ২৪/এএস

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ