ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিটনের সেঞ্চুরি, জাকিরের ক্যারিয়ার সেরা ব্যাটিং


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ১০:১৫ পিএম
লিটনের সেঞ্চুরি, জাকিরের ক্যারিয়ার সেরা ব্যাটিং

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে দেশের দুই ভেন্যুতে। খুলনায় ওয়ালটন সেন্ট্রাল জোন মুখোমুখি হয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোনের।

দুর্দান্ত শুরু করেন লিটন দাস ও জাকির হাসান।দু‘জনের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। রোববার (২২ জানুয়ারি) প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৩২ রান।

শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাটিং নেয় ইসলামী ব্যাংক। আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ইসলামী ব্যাংক। দলীয় ৩৬ রানে মেহেদী মারুফকে ফিরিয়ে ওয়ালটনকে ভালো সূচনা এনে দেন আবু হায়দার রনি। ব্যক্তিগত ১৭ রান করে আউট হন তিনি।

দ্বিতীয় উইকেটেও বেশি দূর যেতে পারেনি ওয়ালটন। দলীয় ৫০ রানে মুমিনুল হককে ফিরিয়ে দেন শুভাগত হোমে।এবারের আসরে ভাল ফর্মে থাকা মুমিনুল আউট হন ৪ রান করে। এরপরই অবশ্য ঘুরে দাড়ায় ইসলামী ব্যাংক।

জাকিরকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান লিট। এ জুটিতে তারা যোগ করেন ১৯৩ রান। মূলত এ জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ইসলামী ব্যাংক।

তবে দারুণ খেলতে থাকা লিটন দাসকে ফিরিয়ে জুটি ভাঙেন শুভাগত হোম। দলীয় ২৪৩ রানে শুভাগত দারুণ এক ডেলিভারিতে ফিরিয়ে দেন জাতীয় দল থেকে বাদ পড়া লিটন দাসকে। এর আগেই নিজের সেঞ্চুরি করে নিয়েছিলেন তিনি। আউট হন ব্যক্তিগত ১১২ রান করে। ১৮৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে এ রান করেন তিনি।

লিটন দাস আউট হয়ে গেলেও থামাতে পারেননি জাকির হাসানকে। অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। অনবদ্য ব্যটিংয়ে তার ব্যক্তিগত সংগ্রহ ১৫৬ রান।

ডাবল সেঞ্চুরির দিকে তাকিয়ে আছেন জাকির। ২৩৫ বলে ১৮টি বাউন্ডারির সাহায্যে এ রান সংগ্রহ করেন তিনি। তার সঙ্গ দিচ্ছেন তাসামুল হক।তিনি আছেন অপরাজিত ৩৫ রানে।

ওয়ালটেনর হয়ে শুভাগত হোম ২টি আর আবু হায়দার রনি একটি উইকেট নেন।
গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ