ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে হাথুরুর শিষ্যদের নতুন পরিকল্পনা


গো নিউজ২৪ | স্পোর্টস করেসপন্ডেন্ট: প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ০৮:২৮ পিএম
বাংলাদেশের বিপক্ষে হাথুরুর শিষ্যদের নতুন পরিকল্পনা

ত্রিদেশীয় সিরিজে প্রথম দুটি ম্যাচে ব্যর্থতার বৃত্তে বন্দি থেকে তৃতীয়টিতে জয়ের মুখ দেখে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফলে ফাইনালে বাংলাদেশের সঙ্গে খেলার স্বপ্ন বেঁচে রইল দলটির। 

কোচ হাথুরুর অধীনে এটাই শ্রীলঙ্কার প্রথম জয়। আর এ নিয়ে উচ্ছ্বসের কমতি নেই দলটির অধিনায়ক চান্দিমালের। বলেন, কোচ হাথুরুর অধীনে এটি আমাদের প্রথম জয়। আমরা বেশ রোমাঞ্চিত। 

ত্রিদেশীয় সিরিজে আরেকবার বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা। আর তাতে জয়ের দেখা পেলেই কেবল ফাইনাল খেলতে পারবে দলটি। তবে তার আগে বেশ সতর্ক দলের সবাই। বাংলাদেশের বিপক্ষে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে তারা। এ বিষয়ে চান্দিমাল বলেন, ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী। তাই তাদের বিরুদ্ধে নতুন পরিকল্পনা মোতাবেক নামতে হবে। 

হাথুরু ছাড়াও এসময় ম্যাচ সেরা থিসারা পেরেরা ভূয়সী প্রশংসা করেন অধিনায়ক। সবশেষে দলের দুর্দিনে  জয়ের পেছনের কারিগর বোলারদের অসংখ্য ধন্যবাদ দেন চান্দিমাল।

উল্লেখ্য ত্রিদেশীয় সিরিজে প্রথম দুটি ম্যাচে ব্যর্থতার বৃত্তে বন্দি থেকে তৃতীয়টিতে ঠিকই অন্ধকার ছিঁড়ে আলো এনে দিল হাথুরুর শিষ্যরা। জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নিল ৫ উইকেটে। এ জয়ে ফাইনালের স্বপ্ন বেঁচে রইল দলটির।  

ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করা জিম্বাবুয়েকে নির্ধারিত ৫০ ওভার খেলতে দেয়নি শ্রীলঙ্কা। থিসারা-সানদাকানের বোলিং তোপে ৪৪.৫ ওভারে গুটিয়ে যায় মাসাকাদজারা। তবে শেষ পর্যন্ত টেইলর ও অধিনায়ক ক্রেমারের ব্যাটিং প্রতিরোধে ১৯৮ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।  পরবর্তীতে ছোট টার্গেটে খেলতে নেমে বেশ বেগ পেতে হয় লঙ্কানদের। তারপরও ৫ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন কুশল পেরেরা। ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া থিসারা পেরেরা অপরাজিত ৩৯ রান করেন

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ