ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে হারলে শ্রীলঙ্কার বিদায়, নেই বড় তারকা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ০৮:০৭ পিএম
বাংলাদেশের বিপক্ষে হারলে শ্রীলঙ্কার বিদায়, নেই বড় তারকা

ত্রিদেশীয় সিরিজে এমনিতে ব্যাকফুটে রয়েছে শ্রীলঙ্কা। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ শুনতে হল হাথুরুসিংহেকে। দলের অধিনায়ক ও অন্যতম ক্রিকেটার অ্যাঞ্জেল ম্যাথুসকে এই সিরিজে আর পাচ্ছে না শ্রীলঙ্কা। সিরিজের মাঝেই ছিটকে যেতে হলো। সর্বশেষ ডাক্তারের পরামর্শে দেশে ফিরে যাচ্ছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হ্যামিস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন ম্যাথুস। পরে তার পরিবর্তে বাংলাদেশ দলের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন দিনেশ চান্দিমাল। পরবর্তীতে জানা যায় সিরিজের বাকি ম্যাচগুলোতেও মাঠে নামতে পারবেন না লঙ্কান এই অধিনায়ক।

রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ফের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। এই ম্যাচ ৫ উইকেটে জিতে ফাইনালে যাওয়ার স্বপ্ন বেঁচে থাকলো  হাথুরুসিংহের শিষ্যদের। কেননা প্রথম দুই ম্যাচেই দলটি হারের স্বাদ পেয়েছে। যদিও বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচ জিতলে একটা সুযোগ তাদের থাকবে। তবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের পরের ম্যাচটি অবশ্যই বাংলাদেশকে জিততে হবে।

এমন সময়ে দলের মহা গুরুত্বপূর্ণ তারকা ম্যাথুসকে পাচ্ছেনা হাতুরে। তার অভাব পুরন করার মত কেউ বর্তমান দলে নেই। সেই হিসাবে তাদের ফাইনাল খেলার আশা কতটুকু বাস্তবায়ন করতে পারবে নতুন দায়িত্ব পাওয়া হাতুরু সেটাই দেখার বিষয়। 

যদিও আজ ব্যর্থতার বৃত্ত থেকে তৃতীয়টিতে ঠিকই অন্ধকার ছিঁড়ে আলো এনে দিল হাথুরুর শিষ্যরা। জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নিল ৫ উইকেটে। এ জয়ে ফাইনালের স্বপ্ন বেঁচে রইল দলটির। 

ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করা জিম্বাবুয়েকে নির্ধারিত ৫০ ওভার খেলতে দেয়নি শ্রীলঙ্কা। থিসারা-সানদাকানের বোলিং তোপে ৪৪.৫ ওভারে গুটিয়ে যায় মাসাকাদজারা। তবে শেষ পর্যন্ত টেইলর ও অধিনায়ক ক্রেমারের ব্যাটিং প্রতিরোধে ১৯৮ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।  পরবর্তীতে ছোট টার্গেটে খেলতে নেমে বেশ বেগ পেতে হয় লঙ্কানদের। তারপরও ৫ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন কুশল পেরেরা। ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া থিসারা পেরেরা অপরাজিত ৩৯ রান করেন। 

গো নিউজ ২৪/ এ আই      

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ