ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হচ্ছে জিম্বাবুয়ে না শ্রীলঙ্কা?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ১০:২৪ এএম
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হচ্ছে জিম্বাবুয়ে না শ্রীলঙ্কা?

ত্রিদেশীয় সিরিজে ইতোমধ্যে দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের প্রতিপক্ষ কে হচ্ছে সেটা দেখার অপেক্ষায়। 

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হার মানে জিম্বাবুয়ে। ওই ম্যাচে হারের পর তারা হয়তো ফাইনালে খেলার স্বপ্ন দেখতে কিছুটা হলেও ভয় পাচ্ছিল। কারণ, পরের ম্যাচ যে শ্রীলঙ্কার বিপক্ষে। মাঠের লড়াইয়ে যাইহোক, কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী দল শ্রীলঙ্কা।

কিন্তু সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়ে দিয়ে ফাইনালের স্বপ্ন আবার দেখতে শুরু করে হিথ স্ট্রিকের শিষ্যরা। শ্রীলঙ্কা তাদের পরের ম্যাচে বাংলাদেশের কাছে ১৬৩ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় এখন স্বাগতিকদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলার স্বপ্ন ভালোভাবেই দেখতে শুরু করেছে শেভরনসরা। 

আজ রোববার ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে ক্রেমার-রাজারা। দুপুর ১২টায় শুরু হবে ম্যাচ। যা মিরপুর থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুতেই সলোমান মিরে ও হ্যামিলটন মাসাকাদজার উইকেট হারিয়ে পথভ্রষ্ট হয় জিম্বাবুয়ে। এরপর অবশ্য তারা আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। অবশ্য পরের ম্যাচেই মিরে ও মাসাকাদজা ৭৫ রানের জুটি গড়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। মাসাকাদজা ৭৩ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে সিকান্দার রাজা মিডল অর্ডারে ৮১ রানের ইনিংস খেলেন। তাতে স্কোরবোর্ডে ২৯০ রান যোগ করে আফ্রিকান দলটি। এরপর তাদের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে শ্রীলঙ্কাকে ২৭৮ রানেই আটকে দেয়।

আজাও শ্রীলঙ্কার বিপক্ষে একইরকম পারফরম্যান্স করতে চায় জিম্বাবুয়ে। এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করতে চায় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

এদিকে প্রথম দুই ম্যাচে হার মেনে ব্যাকফুটে চলে যাওয়া শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর। আজ জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে চায় তারাও। ফাইনালে যেতে পরের দুটি ম্যাচই তাদের জিততে হবে। অন্যদিকে জিম্বাবুয়ে একটি ম্যাচ জিতলেই চলবে।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়। কাদের মুখে ফোটে হাসি।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ