ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগুয়েরোর হ্যাটট্রিক নৈপুণ্যে জয় পেল ম্যানসিটি


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ০৮:৪৭ এএম
আগুয়েরোর হ্যাটট্রিক নৈপুণ্যে জয় পেল ম্যানসিটি

প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন তারকা আগুয়েরোর দারুণ হ্যাটট্রিকে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইত্তিহাদ স্টেডিয়ামে লিগ টেবিলের তলানিতে থাকা দল নিউক্যাসলকে ৩-১ গোলে হারায় পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। ইপিএলে ঘরের মাঠে এই নিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত রইলো দলটি।

এবারের লিগে প্রথম ২২ ম্যাচে অপরাজিত থাকার পর গত সপ্তাহে লিভারপুলের মাঠে ৪-৩ গোলে হেরেছিল ম্যানচেস্টার সিটি।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণ করতে থাকা সিটি গোলের দেখা পায় ৩৪তম মিনিটে। কেভিন ডি ব্রুইনের দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান আগুয়েরো।

৬৩তম মিনিটে সফল স্পট কিকে থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি।

চার মিনিট পর দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে আসা গোলরক্ষক এদেরসনের উপর দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার জ্যাকব মার্ফি।

৭০তম মিনিটে তৃতীয় গোল পেতে পারতো স্বাগতিকরা। কিন্তু লেরয় সানের শট পোস্টে লাগে।

 ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি জয়টাও নিশ্চিত করেন আগুয়েরো। কয়েক জনের বাধা কাটিয়ে সানের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে গোলটি করেন তিনি।
চলতি মৌসুমে লিগে আগুয়েরোর এটা ১৬তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬তম গোল।

২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। বার্নলিকে একমাত্র গোলে হারানো ম্যানচেস্টার ইউনাটেড ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
এক ম্যাচ কম খেলা লিভারপুল ৪৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ৩ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে টটেনহ্যাম হটস্পার।

গোনিউজ২৪
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ