ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘রোনালদোর সঙ্গে জুটি বেঁধে খেলতে পারবেন নেইমার’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৯:৩৩ পিএম
‘রোনালদোর সঙ্গে জুটি বেঁধে খেলতে পারবেন নেইমার’

গত বছরের আগস্টে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটিতে যোগ দেন ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক। তবে প্যারিসের দলটির হয়ে নিয়মিত পারফর্মেন্স করলেও বেশ কয়েকটি সমস্যা পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

ড্রেসিং রুম থেকে মাঠ, কোচ থেকে দলের খেলোয়াড় পর্যন্ত অনেকের সঙ্গেই দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। ফ্রি কিক-পেনাল্টি নিয়ে ঝামেলায় জড়ান পিএসজি স্ট্রাইকার এডিসন কাভানির সঙ্গে। তার পাশাপাশি প্র্যাকটিসের সময় কোচ উনাই এমেরির সঙ্গেও তর্কের খবর প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে।

সব মিলিয়ে ঝোপ বুঝে কোপ মারেন স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। লস ব্লাঙ্কোস শিবিরে ব্রাজিলিয়ান তারকাকে ভেড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এতেই ফুটবল বিশ্বে শুরু হয় ব্যাপক গুঞ্জন। কেউ বলছিলেন, বেশি দামে তাকে কিনতে দেনদরবার চালিয়ে যাচ্ছে রিয়াল। তবে এতে বাধা হয়ে দাঁড়ায় নেইমারের শর্ত। সরাসরি নাকি জানিয়ে দেন, ক্রিস্টিয়ানো রোনালদো থাকলে আসবেন না তিনি। 

এতে রিয়াল ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো জানায়, সিআর সেভেনের বদলেই সান্তিয়াগো বার্নাব্যুতে নেয়া হবে নেইমারকে। তবে নেইমার ও রোনালদোকে এক সঙ্গে খেলানোর পক্ষে স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলা সাবেক ফুটবলার প্রিড্যাগ্র মিজাটোভিক। যুগোস্লাভিয়ার জীবন্ত কিংবদন্তি সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম মার্কার সঙ্গে কথা বলেছেন। 

তিনি বলেন, পর্তুগিজ তারকার সঙ্গেও দ্যুতি ছড়াতে পারবেন নেইমার। যেমনটা মেসির সঙ্গে ক্যাম্প ন্যু মাতিয়েছিলেন। রিয়ালের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ী এই ফরোয়ার্ড আরো বলেন, ব্যক্তিগত ভাবে নেইমারকে আমি পছন্দ করি। তার মধ্যে জাদু আছে, যেটা রিয়াল ভক্তদের মন জয় করতে যথেষ্ট।

যুগোস্লাভিয়ার হয়ে ১৯৯৮ বিশ্বকাপ খেলা মিজাটোভিক বলেন, যদি সুযোগ তাকে তাহলে অবশ্যই দু্ই তারকাকে এক সঙ্গে খেলানো উচিৎ। যদিও আমি জানি না, এটা আদৌ সম্ভব কি না।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ