ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএলে ভারতীয় তারকাকে চেন্নাইতে আনতে মরিয়া ধোনি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৮:০৪ পিএম
আইপিএলে ভারতীয় তারকাকে চেন্নাইতে আনতে মরিয়া ধোনি

ফিক্সিং কেলেংকারিতে জড়িত থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৯-১০ সিজনে নিষেধাজ্ঞায় ছিল আসরটির গুরুত্বপূর্ণ দল চেন্নাই সুপার কিংস।  তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফের আইপিএল সিজন ১১ এ ফিরছে দলটি। 

রিটেকশনে ইতোমধ্যে তিনজনকে নিশ্চিত করেছে আইপিএলে অতি জনপ্রিয় দল চেন্নাই। তারা হলেন ভারতের সাবেক সফল অধিনায়ক এবং আইপিএল ইতিহাসের সবচেয়ে সেরা লিডার মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও রবিন্দ্র জাদেজা। ধোনিকে ১৫ কোটি রুপি, রায়নাকে ১১ কোটি রুপি দিয়ে ফিরিয়ে আনে চেন্নাই।  ধোনির মতো সুরেশ রায়নাও চেন্নাইয়ের শুরু থেকেই আছেন। তবে জাদেজা দলটির তৃতীয় সংস্করণে এসে যোগ দেন। 

কয়েকদিন পরেই ২৭ জানুয়ারী আইপিএল-এর নিলাম। বহুপ্রতীক্ষিত নিলামে চেন্নাই সুপার কিংসের স্ট্র্যাটেজি কী হতে চলেছে, তা প্রকাশ করে দিলেন স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি।  তিনি ফ্র্যাঞ্চাইজির কর্তাদের বলেছেন স্থানীয় ক্রিকেটারদের নিলামে প্রাধান্য দিতে। সেই সমীকরণ মেনেই ধোনি পরামর্শ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়ার জন্য।

একটি বাণিজ্যিক সংস্থার প্রোমোশনাল ইভেন্টে এসে ধোনি বলেই দিলেন, ‘‘অশ্বিনকে নিয়ে অতীতে আমাদের যে রণনীতি ছিল, সেটাই থাকবে। নিলামে অশ্বিনকে পাওয়ার জন্য আমরা ঝাঁপাবো। পাশাপাশি, আরও বেশ কিছু স্থানীয় ক্রিকেটারদেরও চাই স্কোয়াডে।’’ 

পাশাপাশি ধোনির সংযোজন, ‘‘আমাদের হাতে দুটো ‘রাইট টু ম্যাচ’ অপশন রয়েছে। তবে তিনজন ভারতীয় ক্রিকেটারকে রিটেন করার পর মনে হয় না আমরা এই সুবিধা নিতে পারব। তাই অশ্বিনকে নিলামে কিনতেই হবে আমাদের। যেটা ভীষণই কঠিন। তবে ওকে আমাদের পেতেই হবে।’’

এখানেই না থেমে মাহি আরও বলছেন, ‘‘নিলামে অশ্বিনই আমাদের প্রথম পছন্দ। তবে আমাদের অপেক্ষা করতে হবে ওকে পাওয়ার জন্য।’’

পুণেতে ধোনির সঙ্গেই অশ্বিন ছিলেন। তবে শেষ দুই সংস্করণে গোটা টুর্নামেন্টে অশ্বিনকে কম ব্যবহার করায় প্রশ্ন উঠে গিয়েছিল, দুই তারকা ক্রিকেটারের সম্পর্কে কি চিড় ধরেছে! তবে আসন্ন আইপিএল-এ অশ্বিনকে পেতে মরিয়া ধোনির ঘোষণা থেকেই পরিষ্কার— জাতীয় দলের সতীর্থের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে আগের মতোই।

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ