ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাইভোল্টেজ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ, চোখ থাকবে যাদের ওপর


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৭:২৪ পিএম
হাইভোল্টেজ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ, চোখ থাকবে যাদের ওপর

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে হলে রোববার (১৯ই জানুয়ারী) জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে শ্রীলঙ্কাকে।  অন্যদিকে হারলেও সিরিজে টিকে থাকার সুযোগ থাকবে জিম্বাবুয়ের সামনে।  হিথ স্ট্রিকের শীর্ষরা চাইবে যদি-কিন্তুর মার প্যাচে না পরে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করতে।  তাই আগামি ম্যাচে কঠিন সমীকরনের সামনে দাঁড়িয়ে সিংহলীজ বাহিনী। 

এই ম্যাচকে ঘিরে তাই ক্রিকেট প্রেমীদের মনেও টানটান উত্তেজনা।  কারন ম্যাচে যদি জিম্বাবুয়ে জিতে তাহলে সিরিজের পরের ম্যাচ গুলো কেবল মাত্র আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়।  বুঝা যাচ্ছে আটঘাট বেধেই মাঠে নামবে হাতুরুসিংহের দল।  

হাইভোল্টেজ এই ম্যাচে চোখ থাকবে যাদের উপর: 

জিম্বাবুয়ে:-
মসাকাদজা ও টেইলর- জিম্বাবুয়ে দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মসাকাদজা ও টেইলর।  ওপেনার মাসাকাদজার রানে ফেরা ভোগাতে পারে লঙ্কান বোলারদের।  অন্যদিকে টেইলরের দায়িত্বশীল ব্যাটিং ভালই পরীক্ষা নিতে পারে লাকমল-পেরেরাদের।  এছাড়া টপ অর্ডারের ক্রেগ আরভিন লঙ্কানদের জন্য আতঙ্কের নাম হতে পারে। যদিও সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে খোলশ ছেড়ে বেড়োতে পারেনি।  লঙ্কানদের সাথে তার নিকট অতীতের পারফরম্যান্স খুবই ভালো।

সিকান্দার রাজা- ‘দ্যা ওয়ান ম্যান আর্মি’ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে দলকে একাই টানছেন এই অলরাউন্ডার।  প্রথম দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে দারুণ ফর্মে আছেন তিনি।  শ্রীলঙ্কার বিপক্ষে তার পারফরম্যান্স চোখে পরার মতো।  ৯ ম্যাচ খেলে তার ব্যাটিং গড় ৫৭।  বল হাতেও দারুণ কার্যকর ভূমিকা পালন করেন তিনি। 

শ্রীলঙ্কা:-
থিসারা পেরেরা- সদ্য সমাপ্ত বিপিএলে ম্যাচ জেতানো ইনিংস খেলে বাংলাদেশের কন্ডিশন ভালোই জানা তার।  শ্রীলঙ্কার হয়ে প্রথম দুই ম্যাচে তার পারফরম্যান্স ছিল চোখে পরার মতো।  বল ও ব্যাট হাতে লঙ্কানদের একমাত্র পারর্ফমার ছিলেন তিনি।  প্রধম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো অর্ধশত করার পর দ্বিতীয় ম্যাচেও করেন ১৪ বলে ২৯ রান।  বল হাতে দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।  

দিনেশ চান্দিমাল: শ্রীলঙ্কার মিডল অর্ডারের নির্ভরতার প্রতীক। তবে সম্প্রতি তার সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না।  তবুও নতুন কোচ হাতুরু আস্থা রেখেছেন তার উপর।  দলের বাজে অবস্থায় অধিনায়ক চান্দিমালের দিকে তাকিয়ে থাকবে টিম শ্রীলঙ্কা।

কুসাল পেরেরা: বাংলাদেশের মাটিতেই তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পান।  ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৮০ রান করেন এই এগ্রেসিভ ওপেনার।  তার আক্রমণাত্মক শুরু শ্রীলঙ্কার জন্য হতে পারে প্লাস পয়েন্ট।     
গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ