ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্সায় কত নম্বর জার্সি পাচ্ছেন কৌতিনহো, ৭ না ১৪?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৬:১৮ পিএম আপডেট: জানুয়ারি ২০, ২০১৮, ১২:১৮ পিএম
বার্সায় কত নম্বর জার্সি পাচ্ছেন কৌতিনহো, ৭ না ১৪?

লিওনেল মেসি যতদিন বার্সেলোনার হয়ে খেলবেন ততদিন ক্লাবটির ১০ নম্বর জার্সিটা তারই থাকবে। মেসি থাকা কালিন জার্সিটা যে অন্য কেউ পাবে না এটা দিনের আলোর মতোই পরিস্কার। জাদুকরের অবসরের পরেও সেটা হবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। তাই লিভারপুলে ১০ নম্বর জার্সি গায়ে দিলেও বার্সায় ভিন্ন জার্সিই গায়ে চড়াতে হবে ব্রাজিলিয়ান তারকা ফিলিপে কৌতিনহোকে।

কয়েকদিন আগেই ইংলিশ ক্লাব লিভারপুল থেকে স্পেনে পাড়ি জমিয়েছেন কৌতিনহো। ১৬০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়ে ট্রান্সফার ফি’র রেকর্ড গড়েন ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার। যা ক্লাব ফুটবলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২২২ মিলিয়ন ইউরো রেকর্ডে তার ওপরে রয়েছেন স্বদেশি সতীর্থ নেইমার।

স্প্যানিশ পাওয়ার হাউজে চলতি মাসে যোগ দিলেও ইনজুরির কারণে এখনও নামতে পারেননি কৌতিনহো। তবে ভক্তদের একটাই প্রশ্ন বার্সায় কত নম্বর জার্সি পরে নামছেন সাম্বা তারকা?

স্প্যানিশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, যেহেতু আরদা তুরানকে বার্সা থেকে আপাতত বিদায় জানানো হয়েছে, সেহেতু সম্মানের সাত নম্বর জার্সিটি ব্রাজিলিয়ান মিডফিল্ডারকেই দেয়া হবে।

তবে ফক্স আর্জেন্টিনা জানিয়েছে ভিন্ন কথা। এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, ন্যু ক্যাম্প ছেড়ে চাইনিজ সুপার লিগে যোগ দিচ্ছেন হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টাইন তারকার ১৪ নম্বর জার্সিটিই কৌতিনহোকে দেয়া হচ্ছে।

তবে প্রশ্ন রয়েই যাচ্ছে যে সাত নম্বর জার্সিটি কাকে দেয়া হবে? আর্জেন্টিনা ভিত্তিক গণমাধ্যমটি জানায়, আগামী গ্রীষ্মে কাতালান শিবিরে যোগ দিতে যাওয়া অ্যাথলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজম্যানের জন্য সংরক্ষণ করা হয়েছে গৌরবের জার্সিটি।

যদিও এই ফরাসি তারকার পরিবর্তে আর্জেন্টাইন তরুণ প্রতিভা পাওলো দিবালাকেই দলে চাইছেন লিওনেল মেসি।  এখন দেখার বিষয় প্রাণভোমরার চাওয়ায় কতটুকু গুরুত্ব দেয় ব্লাউগ্রানা কর্তৃপক্ষ।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ