ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ্যাশেজের প্রতিশোধ নিচ্ছে ইংল্যান্ড


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ০৭:৫৫ পিএম
অ্যাশেজের প্রতিশোধ নিচ্ছে ইংল্যান্ড

অ্যাশেজে ৪-০তে হেরেছিল সফরত ইংল্যান্ড। তবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেল ইংলিশরা। দুর্দান্ত জয় দিয়ে শুরু করে ওডিআই সিরিজ।প্রথম জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে দ্বিতীয় ম্যাচেও আজ জয় পায়  ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া।ডেভিড ওয়ার্নার ৩৫, মিচেল মার্শের ৩৬ নতুন নামা অ্যালেক্স ক্যারির ২৭ এবং ফিঞ্চের ১০৬ রানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭০ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। এতে ইংলিশদের লক্ষ্য দাঁড়ায় ২৭১ রানের।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি ইংলিশদের। ২ রানে প্রথম উইকেট হারায় তারা।আগের ম্যাচেই ইংল্যান্ডের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক বনে যাওয়া রয় ফেরেন মাত্র ২ রানে। এরপর অ্যালক্সে হেলস আর জনি বেয়ারস্টোর ১১৭ রানের জুটিতে ম্যাচে ফেরে ইংলিশরা। বেয়ারস্টো ৫৬ বলে করেন ৬০। তার ইনিংসে ছিল ৯টি চার। হেলসের ৫৭ রান করেন ৬০ বলে, ৭টি চার ও একটি ছয়ে। এই দুইয়ের পর জো রুটের ৪৬, এউইন মরগানের ২১ আর জস বাটলারের ৩২ বলে ৪২ রানে হেসেখেলেই ম্যাচটা জিতেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ৩০৪ রান তাড়া করার আত্মবিশ্বাসে বলীয়ান ইংলিশরা । আজ ২৭০ রান পেরিয়ে গেছে ৩৪ বল হাতে রেখেই।

উল্লেখ্য, ব্রিসবেনে এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া। ব্রিসবেনে অবশ্য এর আগে এর চেয়ে বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ—সেটি ১৯৯৭ সালে উইন্ডিজ তাড়া করেছিল অস্ট্রেলিয়ার ২৮২ রান।

ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ ও জো রুট।এছাড়া ক্রিস ওকস, মঈন আলী ও লিয়াম প্লাংকেট পেয়েছেন একটি করে উইকেট। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৪ উইকেট নিয়েও দলকে বাঁচাতে পারেননি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ