ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রিয়াল ঘুরে দাঁড়াচ্ছে, দাবি জিদানের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ০৭:১২ পিএম
রিয়াল ঘুরে দাঁড়াচ্ছে, দাবি জিদানের

সম্প্রতি মোটেই ভাল যাচ্ছেনা রিয়াল মাদ্রিদের।হারতে হারতে যেন ক্লান্ত রোনালদোরা। একেবারেই দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল জিদানের শিষ্যদের। কোচ জিনেদিন জিদানের চাকরি থাকবে কিনা তা নিয়েও সৃষ্টি হয়েছিল জল্পনার।তবে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে লেগানেসকে হারানোর মধ্য দিয়ে দল ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মনে করেন জিনেদিন জিদান।

তবে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে লেগানেসকে হারানোর মধ্য দিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল স্প্যানিশ জায়ান্টরা।

ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলসহ কয়েক জনকে বিশ্রামে রেখে তারুণ্য নির্ভর একাদশ সাজিয়েছিল জিদান।প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছে তাদের। ম্যাচের শেষ দিকে অভিজ্ঞ দুই খেলোয়াড় লুকা মদ্রিচ ও ইস্কোকে মাঠে নামান কোচ। এতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ৮৯তম মিনিটে রিয়ালকে জয়সূচক গোলটি এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার মার্কো আসেনসিও।

এই জয় তাদের হারানো  আত্মবিশ্বাস ফিরাবে বলে মনে করেন রিয়াল কোচ।তিনি বলেন, ‘আমাদের জয়ের ধারায় ফিরতে হবে, নিজেদের জাল অক্ষত রাখতে হবে। সে পথে আজ এক ধাপ এগিয়েছি। আমরা বলতে পারি না যে, দারুণ একটা ম্যাচ খেলেছি। তবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটা ফল পেয়েছি।’

‘আশা করি, এটা একটা টার্নিং পয়েন্ট। আমরা এই ফলে খুশি। আত্মবিশ্বাসের জন্য এটা আমাদের দরকার ছিল। কখনও কখনও বিষয়গুলো একটু বেশি কঠিন হয়ে যায়। তবে আমাদের ধৈর্য্য ধরতে হবে।…আজকের ফলটা আমাদের জন্য খুবই ইতিবাচক। এখন আমরা টানা তিন-চার ম্যাচে এমন ফল চাই।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ