ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবুও হাথুরুর মনে কাঁপন ধরেছে!


গো নিউজ২৪ | স্পোর্টস করেসপন্ডেন্ট: প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ০১:১৮ পিএম আপডেট: জানুয়ারি ১৯, ২০১৮, ০৭:১৮ এএম
তবুও হাথুরুর মনে কাঁপন ধরেছে!

আরিফুর রাজু, হোম অব ক্রিকেট মিরপুর থেকে: ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে স্বাগতিক বাংলাদেশ। ইতোমধ্যে দল দুটি একটি করে ম্যাচ খেলেছে। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আট উইকেটে জয় লাভ করেছে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে তার উল্টো শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম মুখোমুখিতে হেরে ব্যাকফুটে দলটি। সে হিসেবে সিরিজের তৃতীয়ম্যাচে বাংলাদেশ নিজেদের ফেভারিট মানতেই পারে। 

এদিকে শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন  টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

হাই-ভোল্টেজ ম্যাচটিতে টাইগারদের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। সিরিজের প্রথম ম্যাচের মতো আজো শুরুতেই হাত খুলে ব্যাট চালাতে থাকেন তিনি। ইনিংসের প্রথম ওভারে অফ স্ট্যাম্পের বাইরের বল হুক করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন। তবে কুসাল মেন্ডিসের করুণায় এ যাত্রায় বেঁচে যান বিজয়। 

ইনিংসের শুরুতে প্রথম ভুলটির পর থেকে বেশ সতর্কতার সাথে ব্যাট চালাচ্ছিলেন এনামুল। অন্তত দলে তার অবস্থানে নিশ্চিতে আজকের ম্যাচে তার দায়িত্বশীলতার পরিচয় দেয়া আবশ্যক ছিল। কারণ দুই বছর পর দলে ফেরা বিজয়ের জন্য এটি ছাড়া বিকল্প কিছুই নেই। দলে অটো চয়েজ হতে তাকে বড় ইনিংস খেলা ছাড়া উপায় ছিল না।

আজকে বিজয়ের সময় এসেছিল প্রতিপক্ষ টিমের কোচ তথা নিজেদের সাবেক কোচ হাথুরুসিংহকে ব্যাটিং কারিশমা দেখানোর। কারণ তার বিরুদ্ধে হাথুরুসহ বিসিবি কর্তাদের অভিযোগ, তিনি নিজের জন্য খেলেন। বল অপচয় করেন বেশি। তাই আজ হাথুরু শিষ্যদের বিরুদ্ধে বড় ইনিংস খেলে জবাব দেয়া উচিত ছিল। কিন্তু না তা আর হল কোথায়!  ইনিংসের ১৪.৫ ওভারে উইকেটরক্ষকের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরেন তিনি।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ১৭.১  ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮৬ রান। তামিম ৩৬ এবং সাকিব ৮ রানে লড়ছেন।  

শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটিতে টাইগার একাদশে একটি পরিবর্তন এসেছে। স্পিন অলরাইন্ডার সানজামুল ইসলামের পরিবর্তে একাদশে স্থান পেয়েছন পেস অলরাউন্ডার সাইফ উদ্দিন।

এদিকে শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক ম্যাথিউজের পরিবর্তে আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন দীনেশ চান্ডিমাল। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ম্যাথিউজ। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নিশোন ডিকভেলা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ/ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামেরা।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ