ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন ম্যাচ পর জিতলো রোনালদোর রিয়াল মাদ্রিদ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ০৮:৫৯ এএম
তিন ম্যাচ পর জিতলো রোনালদোর রিয়াল মাদ্রিদ

তিন ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ কাপে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লেগানেসের মাঠেও হোঁচট খেতে বসেছিল। তবে শেষ দিকে মার্কো আসেনসিওর গোলে জয়ের পথে ফিরেছে জিনেদিন জিদানের দল। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

গত ৭ জানুয়ারি লিগে সেল্তা ভিগোর মাঠে ২-২ ড্র করার তিন দিন পর কোপা দেল রে শেষ ষোলোর ফিরতি লেগে দ্বিতীয় সারির ক্লাব নুমানসিয়ার সঙ্গে ড্র করে রিয়াল। এর তিন দিন পর লিগে ভিয়ারিয়ালের কাছে হারে জিদানের শিষ্যরা। অবশেষে মিলল জয়ের দেখা।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে রিয়ালের এটি দ্বিতীয় জয়। সমান দুটি করে হার ও ড্র।

নিয়মিত একাদশের প্রায় সবাইকে ছাড়া একাদশ সাজানো রিয়াল বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে প্রথমার্ধে তেমন সফল হয়নি। এলোমেলো প্রচেষ্টাগুলো প্রতিপক্ষের ডি-বক্সের বাইরেই ভেস্তে যাচ্ছিল।

এরই মাঝে ৩৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যান মাতেও কোভাসিচ। কিন্তু বল পায়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

 ৬৬তম মিনিটে স্বাগতিকদের একটি বিপজ্জনক ফ্রি-কিক মার্কোস লরেন্তের মাথা ছুঁইয়ে ক্রসবারে লাগলে বেঁচে যায় রিয়াল।
এর পরের মিনিটে দানি সেবাইয়োসকে বসিয়ে লুকা মদ্রিচকে নামান কোচ। আর ৭৩তম মিনিটে লরেন্তেকে বসিয়ে নামান ইসকোকে। কিন্তু সাফল্যের দেখা কিছুতেই মিলছিল না।

উল্টো ৭৫তম মিনিটে গোল খেতে বসেছিল তারা। ফরোয়ার্ড ক্লাওদিওর দারুণ ভলি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কিকো কাসিয়া।

৮৯তম মিনিটে অবশেষে দলের মুখে হাসি ফোঁটান আসেনসিও। বাঁ-দিক থেকে তিও এরনদেঁজের ক্রসে দারুণ ভলিতে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার।

আগামী বুধবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ