ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৯:৫৮ পিএম
ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কার।শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয়ভাবে জিম্বাবুয়ের কাছে হারে লঙ্কানরা। তবে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। তিনি জানিয়েছেন প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশের বিপক্ষের নিজেদের সেরাটা দিয়ে খেলে ভালো ফল নিয়ে আসতে চায় তার দল।

তিনি বলেন, ‘এখনো আমাদের হাতে ৩টি ম্যাচ আছে। যদিও আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে পারিনি আগের ম্যাচে। তবে ম্যাচটি বেশ হাড্ডাহাড্ডি হয়েছিল। নিজেদের সেরাটা ও সামর্থের সবটুকু দিতে পারলে গতকালকের ফল ভিন্নও হতে পারত। তবে ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। আমরা হয়তো এক বা দুইটি ম্যাচ হারতে পারি। কিন্তু সেই ম্যাচগুলো থেকে ইতিবাচক কিছু বের করে আনাটা হচ্ছে মূল বিষয়। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সামান্য ব্যবধানে হেরেছি। কালকের ম্যাচে যদি আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে আমার বিশ্বাস ভালো ফল আসবে।’

জিম্বাবুয়ের সাথে আগের ম্যাচে হারলেও উইকেট নিয়ে সন্তুষ্ট লঙ্কান এই ব্যাটিং কোচ। মিরপুরের উইকেট নিয়ে তিনি বলেন, ‘কালকের ম্যাচেও ভালো উইকেটে খেলা হবে আশা করছি। আগের ম্যাচের উইকেটও বেশ ভালো ছিল। ওই উইকেটে ৫৭০টি রান হয়েছে। আশা করছি কালকেও ভালো উইকেটে খেলা হবে। মিরপুরে সচরাচর যেমনটা হয়ে থাকে।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ