ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৯:২৬ পিএম
দ্বিতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সাথে টেস্টে ৪-০ ব্যবধানে হেরে ওয়ানডে ফেরার প্রত্যয় নিয়ে মাঠে নামে সফরকারী ইংল্যান্ড।প্রথম ম্যাচে ওপেনার জেসন রয়ের বিধ্বংসী ব্যাটিং-এ ৫ উইকেটের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে সফরকারীরা।ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ইংলিশরা ফিরে পেয়েছে  উইনিং মোমেন্টস টাইমস।চারদিনের বিরতি শেষে আগামীকাল (১৯ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবারো মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনা প্রধান লক্ষ্য অজি কাপ্তান স্টিভেন স্মিথের।অন্যদিকে, এ ম্যাচেও জয়  নিয়ে সিরিজে ডাবল-লিড চায় ইংলিশরা। ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
 
মেলবোর্নে অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন ফিঞ্চের ১০৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। যার উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩০৪ রানের বড় সংগ্রহ পেয়েছিলো অস্ট্রেলিয়া।
 
অজিদের দূর্গ চূর্ণ করে প্রথম বারের মতো ইংল্যান্ডকে জয়ের স্বাদ এনে দেন রয়।ওই দিন অস্ট্রেলিয়ার বোলাররা যেন চোখে সর্ষে ফুল দেখলো। ওপেনার হিসেবে ব্যাট হাতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে একাই লড়েছেন রয়। চোখ জুড়নো ১৬টি চার ও ৫টি ছক্কায় ১৫১ বলে ১৮০ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
 
প্রথম ম্যাচে এমন দুর্দান্ত জয় দ্বিতীয় ওয়ানডেতেও অব্যাহত রাখতে চান ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। বোলিং-এ কিছুটা খারাপ কিছুটা খারাপ হলেও ব্যাটিং-এ তা পুষিয়ে নিয়েছি। অসাধারন একটি ইনিংস খেলেছিলেন রয়। তার ব্যাটিং আমাদের মুগ্ধ করেছে। আগামীকালও তার কাছ থেকে এবং দলের সবার কাছে ভালো পারফরমেন্স আশা করছি। সিরিজে ডাবল লিড নিতে চাই আমরা।’
 
বোলারদের ব্যর্থতায় প্রথম ম্যাচ হারতে হয় অস্ট্রেলিয়াকে। ঐ ম্যাচের পর অকপটে তা স্বীকারও করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে দ্বিতীয় ম্যাচে ভালো পারফরমেন্স করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্মিথ, ‘প্রথম ম্যাচের ফল আমরা ভুলে গেছি। আমরা নতুনভাবে সবকিছু শুরু করবো। আমাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয়। সেরা পারফরমেন্স দিয়েই সিরিজে সমতা আনতে চাই। সিরিজের বর্তমান অবস্থা সর্ম্পকে আমরা সকলেই অবগত আছি। এ ম্যাচ জিততে না পারলে অনেক বেশি চাপে পড়ে যাবো আমরা। সিরিজ থেকে ভালো কিছু পেতে হলে দ্বিতীয় ম্যাচেই জয় চাই আমাদের।’
 
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, মিচেল মার্শ, এ্যারন ফিঞ্চ, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, ঝে রিচার্ডসন, টিম পাইন, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক ও এডাম জাম্পা।
 
ইংল্যান্ড দল: ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়াস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, জো রুট,আদিল রশিদ, টম কারান, এ্যালেক্স হেলস, ডেভিড মালান,লিয়াম প্লানকেট,  জেসন রয়, ও মার্ক উড।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ