ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘কৌশলী’ একাদশ!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৭:১০ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ‘কৌশলী’ একাদশ!

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারষ্টার তিনি। বাংলাদেশের মতো দেশে জন্মগ্রহণ করে কিভাবে পরিপূর্ণ একজন পেস বোলার হওয়া যায় তিনি শিখিয়েছেন।  সম্মানজনক পরাজয় থেকে বেরিয়ে এসে কিভাবে ম্যাচ জিততে হয় সেটা তিনি ইতোপূর্বে দেখিয়েছেন। তারই ফলফল হিসাবে ২০১৮ সালের নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় উপহার দিয়েছেন দেশের সকল ক্রিকেটভক্তদের। 

চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ঘরের মাঠে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।  তবে টাইগারদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি অনেক হিসাব-নিকাশের। কারণ এই ম্যাচের মধ্যদিয়ে হাতুরু বাংলাদেশের বিপক্ষে তার কোচিং শুরু করছেন। তাই এই ম্যাচটি দুই দলের কাছেই আলাদা গুরুত্ব রয়েছে। যদিও সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১২ রানে হেরে বেশ চাপে রয়েছে হাতুরু বাহিনী। 

এদিকে এই ম্যাচকে সামনে রেখে মাশরাফিকে দেখা গেছে টিম হোটেল ছেড়ে জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি পর্যবেক্ষণ করেছেন। যেখানে মূল লক্ষ্য ছিল শ্রীলঙ্কা দলের নতুন কিছু খেলোয়াড়দের গতিবিধি এবং তাদেরকে পর্যালোচনা করা।

শুক্রবার (১৯ জানুয়ারি) বাংলাদেশের নতুন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শক্তিমত্তা আর খেলার ধরণ জিম্বাবুয়ের চেয়ে একেবারেই আলাদা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদেরে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল।

এ নিয়ে হ্যালসল বলেছেন, শ্রীলঙ্কা দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারা আছেন। মিরপুরের উইকেট সম্বন্ধে তাদের ভালো ধারণা রাখে। টিম ম্যানেজমেন্টও হয়তো সবকিছু নিয়ে ভেবেছে। মিরাজের মতো খেলোয়াড় এখনো মাঠে নামেনি। আশা করবো, সমনের ম্যাচে ভালো কিছু অপেক্ষা করছে।’ তিনি বলেন, যেহেতু জিম্বাবুয়ের একাদশে ডান হাতি ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে তাদের বিপক্ষে বামহাতি স্পিনার সানজামুলকে জায়গা দিয়েছিল নির্বাচকরা।

আগামী শুক্রবার (১৯ জনুয়ারি) সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মিরপুরে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। সরাসরি দেখাবে গাজী  টিভি।

সিরিজের প্রথম ম্যাচের মত শ্রীলঙ্কার বিপক্ষে ও ৭ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবে মাশরাফি বিগ্রেড। ওপেনিংয়ে তামিমের সাথে এনামুল হক বিজয় ফিক্সড।  কারণ বুধবার অনুশীলনে এসে পুরনো ব্যাথা ‍অনুভব করেন তিনি। তাই আপাতত বিজয়কে সরানোর সম্ভবনা নেই। আর তিনে সাকিব থাকবেন এটা অনেকটা নিশ্চিত। এরপর মুশফিক,রিয়াদ,সাব্বির, নাসির ব্যাট করেবেন। শেষে ঝড় তোলার জন্য তো মাশরাফি আছেনই।

অন্যদিকে বল হাতে ১ম ম্যাচের মত মাশরাফির সাথে পেস ডিপার্টমেন্ট সামাল দেবে কাটার মাষ্টার মোস্তাফিজ ও পরীক্ষিত রুবেল। স্পিনার হিসাবে সাকিবের সাথে মিরাজ এবং নাসির আছেন। আর পার্টটাইমার হিসাবে রিয়াদ তো থাকছেনই।  যদিও তাকে দিয়ে তেমন বল করান না ম্যাশ, যদিও বিপিএলে রিয়াদ একজন সফল বোলার। শ্রীলঙ্কার একাদশে বাম হাতি ব্যাটসম্যানদের আধিক্য থাকার কারণে আবার একাদশে ফেরানো হতে পারে মেহেদি হাসান মিরাজকে।  

চলুন দেখে নিই কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফী বিন মর্তুজা, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। 
গোনিউজ২৪/এসকে/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ