ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্টোকস খেলবে,মামলাও চলবে!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৯:৫১ পিএম
স্টোকস খেলবে,মামলাও চলবে!

ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যেতে পারে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। হতে পারে তিন বছরের  জেল। এমনি খবর প্রকাশিত হয়েছিল একদিন আগে। কিন্তু এক দিন বিরতি দিয়েই আবার জানানো হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে কোনো বাধা নেই ইংলিশ অলরাউন্ডারের! ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে দলের সঙ্গে যোগ দেবেন স্টোকস।

গত সেপ্টেম্বর ব্রিস্টলে নাইট ক্লাবের বাইরে মারামারির ঘটনাটিকে গতকাল (১৬ জানুয়ারি) ‘প্রকাশ্যে দাঙ্গা’ হিসেবে অভিহিত করেছেন ইংল্যান্ডের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) নামের বিশেষ আদালত। সে অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের জেলের শাস্তি জুটবে অলরাউন্ডারের কপালে।

কিন্তু এমন অবস্থাতেই স্টোকসকে সুখবর জানানোর দায়িত্ব নিয়েছে ইসিবি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনা-সংশ্লিষ্ট সব তথ্য বিবেচনা করে পূর্ণাঙ্গ আলোচনা করেছে বোর্ড। এতে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে, ইংল্যান্ড দল নির্বাচনে স্টোকস বিবেচনায় থাকবে।

ব্রিস্টলের মারামারির ঘটনার পর অ্যাশেজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার অনুমতি না পাওয়া এই ক্রিকেটার নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড দলে নির্বাচিত হয়েছেন ইতিমধ্যেই। মারামারির ঘটনার পর ইসিবি স্টোকসকে গত ২৬ সেপ্টেম্বর অনির্ধারিত সময়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে। কিন্তু এখন বোর্ডের মনে হচ্ছে, স্টোকসকে যথেষ্ট শাস্তি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘সিপিএস তাঁকে অভিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার পর স্টোকস লড়ার কথা জানিয়েছেন। এ মামলা চলার জন্য যে দীর্ঘ সময় লাগবে, সেই অনির্দিষ্ট সময়ের জন্য দলে না ডাকা অন্যায় হবে। আইনি প্রক্রিয়া ও স্টোকসের নিজেকে নিরপরাধ প্রমাণ করার ইচ্ছাকে ইসিবি সম্মান দিচ্ছে। ইংল্যান্ডের নির্বাচক, দলের ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হচ্ছে, নিউজিল্যান্ডে টি-টোয়েন্টিতে দলের সঙ্গে স্টোকসকে দেখার আশা করা হচ্ছে।’

উল্লেখ্য,নাইটক্লাবে মারামারিতে জড়িয়ে দল থেকে নিষিদ্ধ হন স্টোকস। ওই ঘটনার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচ ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজে দলে রাখা হয়নি তাকে। তবে পুলিশে তদন্তে অভিযুক্ত করা হলেও আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে স্টোকসকে।

গোনিউজ২৪/এএস

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ