ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইলিংশদের কোচ হতে চায় ফ্লিনটফ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৬:৩৭ পিএম আপডেট: জানুয়ারি ১৭, ২০১৮, ১২:৩৭ পিএম
ইলিংশদের কোচ হতে চায় ফ্লিনটফ

সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজ চলা কালীন সময় ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস জানিয়েছেন ২০১৯ সালের অ্যাসেজের পরই তিনি ইংলিশদের গুরুর দায়িত্ব থেকে অব্যহতি নিতে চান। অবশ্য তার চুক্তির মেয়াদও শেষ হবে ২০১৯এর অ্যাশেজের পর। অর্থাৎ, নতুন কোন চুক্তিতে জড়াতে চান না ট্রেভিস। 

এরপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে পরবর্তী কোচ নিয়ে। সাবেক বিশ্ব কাঁপানো ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটপ সম্প্রতি জানিয়েছেন  ইংলিশ ক্রিকেটারদের গুরু হওয়ার ইচ্ছা আছে তার। এখনও পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের কোচের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেননি ফ্লিনটফ। তিনি জানিয়েছেন, ‘আমি হৃদয় থেকে চাই। আমি আবেদন জানাব। একদিন আমি এই কাজটি করতে চাই। যদি ওরা চায় তা হলে অবশ্যই করব।’

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৪০ বছর বয়সী ফ্লিনটপ। দেশের হয়ে ৭৯টি টেস্ট খেলে ৩৮৪৫ রানের পাশাপাশি নেয় ২২৬ উইকেট।  ১৪১ ওডিআইতে শিকার করে ১৬৯ উইকেট ব্যাট হাতে করে ৩৩৯৪ রান।

 দু’বছর আগেই অ্যান্ড্রু ফ্লিনটফ জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছের কথা জানিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে ই-মেল করেছিলেন। তিনি অবশ্য এটাও জানিয়েছে, তাঁর এই দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নেই। বলেন,‘আমি যে কোনও কাজের জন্য আবেদন জানাতে পারি। এর পর দু’সপ্তাহ গিয়েছে, তিন সপ্তাহ গিয়েছে কোনও উত্তর আসেনি। ওরা বিশ্বাস করেনি ওটা আমার মেল ছিল। আমার গোটা জীবনে একটাই ই-মেল ছিল। কিন্তু ওরা নাকি বুঝতে পারেনি ওটাই আমি।’

তিনি আরও জানান তাঁর সঙ্গে বোর্ডের কথা হয়েছে। তিনি এ বিষয়ে আগ্রহী। 
গোনিউজ/টিআই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ