ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আক্ষেপ পাপনের!


গো নিউজ২৪ | স্পোর্টস করেসপন্ডেন্ট: প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৫:৪৭ পিএম আপডেট: জানুয়ারি ১৭, ২০১৮, ১২:১৮ পিএম
আক্ষেপ পাপনের!

আরিফুর রাজু, হোম অব ক্রিকেট মিরপুর থেকে: ইতিহাসের দ্রুততম সময়ে ১০০ ওয়ানডের আয়োজক হওয়ার কীর্তি গড়ল মিরপুর শেরে-ই-বাংলাে ক্রিকেট স্টেডিয়াম। পৃথিবীতে কোন মাঠে ১০০ ওয়ানডে হওয়ার কীর্তিই আছে আর মাত্র ৫ স্টেডিয়ামের। সিলেট ও চট্টগ্রামে বাংলাদেশের দুটি দৃষ্টিনন্দন স্টেডিয়াম থাকা সত্ত্বেও বেশিরভাগ ম্যাচ হয়েছে মিরপুরে। তার কারণ মিরপুর রাজধানী ও পুরোনো স্টেডিয়াম হওয়াতে সবার নজর ছিল স্টেডিয়ামটির দিকে। কিন্তু দু:খের বিষয় হচ্ছে, বুধবার (১৭ জানুয়ারি) স্টেডিয়ামটির শততম ম্যাচ অনুষ্ঠিত হলেও খেলছে না বাংলাদেশ।  

এ নিয়ে কিছুটা আক্ষেপ কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের মাঝে।  বুধবার সাড়ে পাঁচটায় সাংবাদিকর মুখোমুখি হয়ে তিনি বলেন, আজকের শততম ওডিআইতে বাংলাদেশ থাকতে পারতো। কিন্তু সেটা হয়নি। এছাড়া আমরা আমাদের শততম ম্যাচটি দেশের বাইরে শ্রীলঙ্কায় খেলে এসেছি।  তবে আজকের ম্যাচটি ভেন্যুর ওপর দিয়ে গেছে। তবে মজার ব্যাপার হল, মিরপুরের প্রথম ওডিআইতে জিম্বাবুয়ের মাসাকাদজা ছিল। আজও তিনি খেলছেন। তবে হ্যাঁ, আজকে বাংলাদেশের ম্যাচ থাকলে ভালো হত।’

ফাঁকা স্টেডিয়াম।

সবচেয়ে কমসময়ে একশত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মিরপুরে। এটি কি প্রমাণ করে না আমাদের স্টেডিয়ামের সংকটের কারণেই এমনটা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিসিবির প্রেসিডেন্ট বলেন, ‘এটা অবশ্যই স্বীকার করে নিতে হবে। আমাদের মাঠের সংকট রয়েছে। যদিও আমাদের দুটি দৃষ্টিনন্দন ভেন্যু রয়েছে। তবে মিরপুর রাজধানীতে হওয়াতে এবং এটি বেশ পুরোনো হওয়াতে সবার দৃষ্টি মাঠটির দিকে।

দ্রুত সময়ে একশ ম্যাচ আয়োজন হওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে যে ধরণের রেস্ট দরকার সে ধরনের রেস্ট পাচ্ছে না ভেন্যুটি।  কয়েকদিন আগে বিপিএল শেষ হল, এর পরবর্তীতে মাঠের সংস্কার করা হয়। এরপর রেস্ট না নিয়ে ফের খেলা শুরু হয়।  

শেষ অব্ধি তিনি বলেন, আমাদের একটাই লক্ষ্য। সেটা হল সিরিজ জয়।  বাংলাদেশ কখনো কোন ত্রিদেশীয় সিরিজ জিতেনি। তবে এবার আমাদের সুযোগ আছে এবার কিছু একটা করার। তাই আমাদের পুরো নজর সিরিজের দিকে।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ