ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘আমাদের দলে অনেক ব্যাকআপ প্লেয়ার আছে’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৭:২৭ পিএম
‘আমাদের দলে অনেক ব্যাকআপ প্লেয়ার আছে’

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক জয় পায় টিম বাংলাদেশ। শুরু থেকেই বল-ব্যাটে অসাধারণ পারফরম্যান্স করে টাইগার ক্রিকেটাররা। জিম্বাবুয়ে দলে ডান হাতি ব্যাটসম্যানের আধিক্যের কারনে একাদশে খেলানো হয় বা-হাতি স্পিনার সানজামুলকে। 

বর্তমান বাংলাদেশ দল অনেক বেশি পরিনত। এই দলে বেশ কয়েকজন পারফর্মার আছে। পাইপ লাইনও বেশ সমৃদ্ধ। সবাই সুযোগের অপেক্ষায় আছে। পেস বিভাগে মুস্তাফিজ, তাসকিন, রুবলে, সাইফুদ্দিন , রাজু ও আবু হায়দার। এরা সবাই ভালো পারফর্মার। কিন্তু সবাইতো আর দলে চান্স পাবে না। টিম কম্বিনেশনের কারনে অনেক সময় রুবেল -তাসকিনের মতো প্লেয়ারকে দলের বাইরে তাকতে হয়।

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এটাকে ইতিবাচক ভাবে দেখছেন টাইগারদের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তিনি বলেন, ‘আমাদের দলে অনেক বিকল্প ক্রিকেটার আছে। প্রতিটি জায়গায় একজনের বিকল্প আছে। মেহেদী হাসান মিরাজের মতো মেধাবী অপ-স্পিনারও টিম কম্বিনেশনের কারণে একাদশের দিকে তাকিয়ে থাকতে হয় জায়গার জন্য। পেস বোলারদের ক্ষেত্রেও একই অবস্থা। সাইফ, রাজুরা অপেক্ষায় আছে সুযোগের জন্য। আর ব্যাটসম্যানদের জন্য একাদশে জায়গা পাওয়া আরও কঠিন। সৌম্য, ইমরুলদেরও লড়াই করতে হচ্ছে।’

অন্যদিকে দলের সিনিয়র ক্রিকেটাদের দায়িত্ব নিয়ে খেলার কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা সহজ হয়েছে বলে মনে করেন টাইগারদের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পারফম্যান্সে আমি খুবই খুশি। সিনিয়রদের দায়িত্ব আমাকে মুগ্ধ করেছে।’
গোনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ