ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই বছর জেলে থাকতে হবে বেন স্টোকসকে!


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ১১:২৩ এএম
দুই বছর জেলে থাকতে হবে বেন স্টোকসকে!

খেলতে পারেননি ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ, খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজও। বাদ পড়েছেন দল থেকে আগেই। মুক্তিও মিলছে না তার। অন্তত তিনি যে কারণে দোষী সাব্যস্ত হয়েছেন তা থেকে তিনি চাইলেও নিস্তার পাবেন না। 

ঘটনার তদন্ত শেষে বেন স্টোকসের বিরুদ্ধে মারপিটের দায়ে অভিযোগ দায়ের করেছে ব্রিস্টল ম্যাজিস্ট্রেট কোর্টের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে ঘটনায় অভিযুক্ত হয়েছেন আরো দুই ব্যক্তি।

সমারসেট ও অ্যাভন পুলিশ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বরে ব্রিস্টলের কুইন্স রোডে গণ্ডগোলের ঘটনায় তিন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকে নাক মুখ ফাঁটা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় একজনকে। ঘটনার পর গ্রেপ্তার করলেও পরে পুলিশ ছেড়ে দেয় স্টোকসকে। প্রায় তিন মাস তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

প্রমাণগুলো সতর্কভাবে বিবেচনায় নিয়ে ডারহামের বেন স্টোকস(২৬), ব্রিস্টলের রায়ান আলি(২৮) ও রায়ান হেল(২৬) প্রত্যেকের বিরুদ্ধে মারপিটের অভিযোগ দায়ের করার অনুমতি দিয়েছে সিপিএস।

ব্রিস্টলে ম্যাজিস্ট্রেট আদালতে চলবে বিচার কাজ। তাদের আদালতে হাজির হওয়ার তারিখ পরে জানানো হবে। বিচারে দোষী সাব্যস্ত হলে দুই বছর পর্যন্ত জেল হতে পারে স্টোকসের।

গত ২৪ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে জয়ের পর ভোররাতে ব্রিস্টলের ক্লিফটন এলাকায় একটি নাইটক্লাবের বাইরে মারামারির এই ঘটনা ঘটে। স্টোকসের সঙ্গে ছিলেন আরেক ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসও।

ঘটনার পরই ইংল্যান্ড দল থেকে প্রত্যাহার করা হয় দুজনকে। পরে অভিযোগ থেকে মুক্তি পেয়ে ইংল্যান্ড দলে ফিরেছেন হেলস। তবে স্টোকস অ্যাশেজ ও ওয়ানডে দলে থাকলেও অস্ট্রেলিয়ায় যেতে পারেননি তদন্ত শেষ না হওয়ায়। অভিযুক্ত হওয়ায় এখন টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়া নিশ্চিত।

এই মাসের শেষে আইপিএলের নিলামেও ‘হটকেক’ হওয়ার কথা স্টোকসের। গত আইপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বিদেশী ক্রিকেটার ছিলেন তিনিই। তার আইপিএল খেলায় অবশ্য বাধা হবে না বোর্ড, জানিয়েছে ইসিবি।
স্টোকস এক বিবৃতিতে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ছেন পরিবার, বন্ধু, সমর্থক ও সতীর্থদের। জানিয়েছেন, আদালতেই নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ