ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তামিমকে চায় পাঞ্জাব, নিলামে আরও আছেন যারা


গো নিউজ২৪ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৮, ০৭:০৮ পিএম
তামিমকে চায় পাঞ্জাব, নিলামে আরও আছেন যারা

আইপিএলের নিলাম হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। যত দ্রুত নিলামের দিন কাছে আসছে ততই আইপিএলের ফ্রেঞ্চাইজি নিজের পরিকল্পনা  গুছিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন তথা বলিউড নায়িকা প্রীতি জিন্তা বাংলাদেশের বিস্ফোরক ব্যাটসম্যান তামিম ইকবালকে নিলামে কিনে নিতে চূড়ান্ত আগ্রহ প্রকাশ করেছেন।

বেশ কয়েকদিন ধরেই চূড়ান্ত ফর্মে রয়েছেন তামিম। বিপিএল, পিসিএল, নেটওয়েস্ট টি২০ ব্লাস্টের মত দুনিয়ার বিভিন্ন টি২০ প্রতিযোগিতায় খেলে ১৬টি ইনিংসে ৪৩৩ রান করেছেন। এর আগেও আইপিএল খেলেছেন তামিম। ২০১২ এবং ২০১৩ সালে বর্তমানে আবসলিউট হয়ে যাওয়া ফ্রেঞ্চাইজি পুনে ওয়ারিয়ার্সের হয়ে ভারতীয় লিগে খেলেন। তবে তামিমের আইপিএলের যাত্রা খুব একটা স্মরণীয় ছিল না। তবে তিনি যে এবারের আইপিএলে সকলের নজরে থাকবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।


আইপিএল নিলামে যে বাংলাদেশী প্লেয়াররা নিলামে অংশ নেবেন:

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ভারতে অনুষ্ঠিত আইপিএলের আসন্ন নিলামে বাংলাদেশের মোট আট জন ক্রিকেটারকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে অনুমতি পাওয়া প্লেয়াররা হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, আবুল হাসান রাজু, লিটন কুমার দাস। এই সমস্ত প্লেয়ারদের মধ্যে আশা করা হচ্ছে ফ্রেঞ্চাইজিগুলির নজর থাকবে অলরাউন্ডার সাকিব আল হাসানের উপরেই বেশি।

প্রসঙ্গত গত ৭টি মউসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিবকে এ বছর রাখেনি তারা। ইতিমধ্যেই তারা অ্যান্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে বিদেশি প্লেয়ার হিসেবে রিটেন করেছে। ফলে এটা খুবই আকর্ষিণীও হবে যে এই বৈচিত্রপূর্ণ অলরাউন্ডারকে কোন দল কেনে।

সাকিব ছড়াও এই নিলামে বাংলাদেশের আরও একটি বড় নাম হল মোস্তাফিজুর রহমান। যে কোনো টি২০ দলে একজন জোরে বোলার সেই দলের সাফল্যের চাবিকাঠি প্রমানিত হয়। এবং জোরে বোলার হিসেবে মোস্তাফিজুরের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহেরই অবকাশ নেই। বিগত আইপিএলে মোস্তাফিজুর যথেষ্ট প্রভাবিত প্রমানিত হয়েছেন।

আসন্ন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুতে আগামি ২৭ এবং ২৮ জানুয়ারি। 


গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ