ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমের প্রশ্নে হাথরুসিংহের মুখে কুলুপ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৮, ০৫:১৪ পিএম আপডেট: জানুয়ারি ১৪, ২০১৮, ১২:১৯ পিএম
গণমাধ্যমের প্রশ্নে হাথরুসিংহের মুখে কুলুপ

সফরের মাঝপথে ক্রিকেটারদের ওপর অসন্তুষ্ট হয়ে দক্ষিণ আফ্রিকা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান পাপনকে ই-মেইল পদত্যাগ পত্র পাঠিয়ে দেন চন্ডিকা হাথুরুসিংহে।

জাতীয় দল দেশে ফিরে আসার পর বিসিবি সভাপতি জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে এমন কিছু একটা হয়েছে যার কারণে হাথুরুসিংহে আর বাংলাদেশে থাকতে চাচ্ছেন না। বাংলাদেশে পদত্যাগের আনুষ্ঠানিকতা সারতে এসেছিলেন হাথুরুসিংহে। কিন্তু গণমাধ্যম এড়িয়ে যান তিনি।

বিসিবি সভাপতি আরো বলেছিলেন,‘দক্ষিণ আফ্রিকা সফরটা নিয়ে প্রথম থেকেই তার (চন্ডিকা হাথুরুসিংহে) একটা অসন্তুষ্টি ছিল। খেলোয়াড়দের মানসিকতা নিয়েও তার সমস্যা ছিল।’ খেলোয়াড়দের অখেলোয়াড়সুলভ আচরণের জন্য হাথুরুসিংহে পদত্যাগ করেছেন বলে পরোক্ষভাবে বুঝিয়েছিলেন বোর্ড সভাপতি।

সেবার বাংলাদেশে এসে গণমাধ্যম এড়িয়ে গেলেও রবিবার (১৪ জানুয়ারি) মুখোমুখি হয়েছিলেন। তবে পদত্যাগ নিয়ে কোনো কথাই বলেননি বাংলাদেশের প্রাক্তন কোচ হাথুরুসিংহে।

হাথুরু বলেন,‘দুর্ভাগ্যজনকভাবে আমার পেশাদারী দায়িত্ব নিয়ে বা বিসিবির সঙ্গে কিভাবে বিষয়টি সামলেছি, সেটি নিয়ে গভীরে যেতে চাই না। আগেও করিনি, এখনও করব না। এই প্রশ্নের উত্তর তাই দিতে পারছি না।’

হাথুরুসিংহকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছিল বিসিবি।তবে তার দেড় বছর আগেই পদত্যাগ করেন তিনি।বাংলাদেশের যে পরিকল্পনা ছিল তার কিছুটা হলেও ব্যাগাত ঘটেছে। যদি বলা হয় ‘বাংলাদেশকে বিপদে ফেলেছেন হাথুরুসিংহে’ তাহলেও ভুল হওয়ার কথা না! বিষয়টি নিয়ে একমত নন তিনি। স্পষ্ট করেই বলেছেন,‘আমি তা মনে করি না। নাহলে চলে যেতাম না।’
গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ