ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ দুই কোচ


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০৭:১৬ পিএম
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ দুই কোচ

 দীর্ঘ দিন পর দেশের মাটিতে আগামী ১৫ই জানুযারী বাংলাদেশ-শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন ত্রিদেশীয় সিরিজের পর্দা উঠতে যাচ্ছে। আর মাত্র এক দিন বাদেই স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হরে সিরিজ।

এই সিরিজে কোন কোচ ছাড়াই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে দলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। মাশরাফিদের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের কোচ চন্দিকা হাতুরেসিংহে ও হিথ স্ট্রিক। দু‘জনেই টাইগারদের হাড়ির খবর জানেন। জানেন সাকিব-মাশরাফিদের দূর্বলতা ও শক্তিমত্তার জায়গা কোথায়। কারন দু‘জনেই ছিলেন টাইগার ক্রিকেটারদের গুরু। চন্দিকা দীর্ঘদিন বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। অন্য দিকে জিম্বাবুয়ের প্রধান কোচ হিথ স্ট্রিক এই দেশের পেসারদের শিক্ষকের আসনে ছিলেন দুই বছর।

তাই প্রতিপক্ষের প্লেয়ারদের চেয়ে বড় হুমকি হতে পারে দুই কোচ। এদিকে জিম্বাবুয়ের কোচ স্ট্রিক সংবাদ সম্মেলনে বলেন, ‘হাথুরুসিংহে ও বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর সুজনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমরা যেমন এখানকার প্লেয়ারদের ও কন্ডিশন সম্পর্কে জানি তেমনি হাথুরুও জানে। আমার মনে হয় পুরো সিরিজ জুড়েই আমাদের চ্যালেঞ্জ থাকবে।’
 
এছাড়া সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ কয়েকজন শ্রীলঙ্কান ও জিম্বাবুইয়ান ক্রিকেটার খেলেছে। বাংলাদেশ তাই তাদের কাছে মোটেও অচেনা কোনো জায়গা নয়। স্ট্রিক বলেন, ‘জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বেশ কয়েকজন প্লেয়ার এখানে বিপিএল খেলেছে। এতে করে টেকনিক্যাল বিষয়সমূহ ও মাঠের পরিকল্পনা ভালোভাবে করার একটি সুযোগ পাবে তারা।’

তবে এই ব্যাপারে বিচলিত নয় টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন ,‘ বাংলাদেশ নয় বরং উল্টো শ্রীলঙ্কা চাপে থাকবে।’
ঘরের মাঠে বরাবরেই শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ। গত কয়েক বছরে হোমে বাংলাদেশ ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্ত পরাশক্তিদের হারায়। তবে এই সিরিজটি সত্যিই যে টাইগারদের জন্য কঠিন পরীক্ষার সিরিজ তা বলার অপেক্ষা রাখে না।
গোনিউজ/টিআই

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ