ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কঠিন লড়াইয়ে দুপুরে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ১১:৩৫ এএম
কঠিন লড়াইয়ে দুপুরে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার মাটিতে যে, ভারতের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল সেটা আগে থেকেই অনুমিত ছিল। আর হলও তাই। কেপ টাউনে প্রথম টেস্টে ভারতকে ৭২ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।ম্যাচে সমতা ফিরিয়ে আনতে মরিয়া কোহলিরা।অন্যদিকে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চি করতে চায় দক্ষিণ আফ্রিকা।

শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ম্যাচ মুখোমুখি হবে টিম ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকা।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে এক হার্দিক পাণ্ডিয়া ছাড়াও ভারতের কোন প্লেয়ারই নিজেকে চেনাতে পারেনি। দলের বিপদের দিনে ব্যর্থ ছিল টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে ব্যাটসম্যানরা।

সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। তাই জয়ই একমাত্র লক্ষ্য ভারতের অধিনায়ক বিরাট কোহলির, ‘সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জিততেই হবে আমাদের। তবে আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। প্রথম টেস্টে আমরা যা করতে পারিনি। দ্বিতীয় টেস্টে তা করে দেখাতে চাই এবং ম্যাচ জিততে চাই। এ ম্যাচে আমাদের জিততেই হবে এবং সিরিজে সমতা আনতে হবে। এজন্য আমরা নতুন পরিকল্পনা নিয়ে এ টেস্ট খেলতে নামবো। আশা করি, আমরা এবার সফল হবো।’

তবে সমতায় ফিরতে সিরিজের দ্বিতীয় ম্যাচটির দিকে তাকিয়ে ভারত। তাই ম্যাচটিতে শিখর ধাওয়ানকে বসিয়ে রাহুলকে একাদশে সুযোগ দিতে পারে ভারত বোর্ড। সে ক্ষেত্রে মুরালি ও রাহুলকে ওপেনিংয়ে দেখা যাবে। প্রতিবেদনে ঠিক এমনটাই লিখেছে ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ক্রিক ট্যাকার।  এছাড়া মিডল অর্ডারে এক্সর্টা ব্যাটসম্যান নেয়া হতে পারেও বলে লিখেছে ওয়েব সাইটটি।

ভারতের সম্ভাব্য একাদশঃ কে এল রাহুল, মুরালি বিজয়,চেতেশ্বার পূজারা,বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, হৃদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), হার্দিক পাণ্ডিয়া, যশপ্রীত  বুমরা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ