ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উড়ন্ত মেসির জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে বার্সা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ০৯:২৩ এএম
উড়ন্ত মেসির জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে বার্সা

দুরন্ত মেসি! করলেন জোড়া গোল, সতীর্থদের দিয়ে গোল করালেন। ক্ষুদে যাদুকরের এমন দূর্দান্ত পারফরম্যান্সে প্রথম লেগে হোচট খাওয়া সেল্টা ভিগোর বিপক্ষে ৫-০ গোলে জয় পায় কাতালোনিয়ান ক্লাব বার্সেলোনা।

বৃহস্পতিবার ক্যাম্প নুয়ে দলের সেরা খেলোয়াড়দের নৈপুণ্যে সেল্টা ভিগোকে উড়িয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগে ৫-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের শীর্ষরা। দলের হয়ে বাকি তিন গোলে করেন জর্ডি আলবা, লুইস সুয়ারেজ ও ইয়ান রাকিটিক। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করলো মেসি-সুয়ারেজরা।

সাত দিন আগে সেল্টের মাঠে অসংখ্য সুযোগ নষ্ট করায় জয় হাতছাড়া হয়েছিল বার্সেলোনার। গালিসিয়ায় সেদিন ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বার্সার। তবে মেসি-সুয়ারেস ফেরার ম্যাচে শুরু থেকেই বিধ্বংসী হয়ে ওঠে দলটি। বিরতির আগেই চার গোল কের এক প্রকার ম্যাচ থেকে ছিটকে দেয় সেল্টেকে।
বিরতির পরও ছন্দ ফিরে পায়নি সেল্টে বরং ম্যাচের ৮৭তম মিনিটে ডেম্বেলের কর্নারে হেডে সেল্টের কফিনে শেষ পেরেকটি ডকান ইভান রাকিটিক।

গোল উৎসবের শুরুটা করেন মেসি। ম্যাচের ১৩তম মিনিটে বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল হাফ ভলিতে জালে পাঠান পাঁচ বারের বিশ্বসেরা ফুটবলার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দুই মিনিট পর বাঁ দিকে ফের আলবার বাড়নো বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

খানিক পর হ্যাটট্রিক হতে পারতো এ গ্রহের সেরা ফুটবলার খ্যাত লিওলেন মেসি; কিন্তু তার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়।

২৮তম মিনিটে আবারও মেসি-আলবা জুটিতে গোলের দেখা মেলে। তবে এবারের গোলদাতা স্প্যানিশ ডিফেন্ডার জর্ডি আলবা।

এর তিন মিনিট পরেই প্রতিপক্ষের হাস্যকর ভুলের সুযোগে ব্যবধান আরও বাড়ান সুয়ারেস। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডেনমার্কের ফরোয়ার্ড সিস্তো গোলরক্ষককে ব্যকপাস দিতে গেলে বল আরেক জনের পায়ে লেগে চলে যায় উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের কাছে।

জয়-পরাজয়ের হিসেব মোটামুটি শেষ হয়ে যাওয়ায় ৬০তম মিনিটে মেসিকে তুলে নেন কোচ। নামান ফরাসি উসমান ডেম্বেলেকে। কিছুক্ষণ পর আন্দ্রেস ইনিয়েস্তাকেও উঠিয়ে নেয় কোচ ভালভেরদে।

ইতিমধ্যে স্পেনের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, সেভিয়া, এস্পানিওল, লেগানেস, ভালেন্সিয়া ও আলাভেস।
গোনিউজ/টিআই

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ