ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হচ্ছে দুই পাকিস্তানি!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ১১:১৫ এএম
আবারও স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হচ্ছে দুই পাকিস্তানি!

পাকিস্তানের ক্রিকেটে ফের স্পট-ফিক্সিংয়ের কালো ছায়া।  এবার অভিযোগের তীর অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি ও ব্যাটসম্যান উমর আকমলের দিকে।  পিসিবি সূত্রে খবর, দুর্নীতি দমন করার জন্য তিন সদস্যের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার সময় আকমল ও সামির বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ করেছেন ব্রিটেনের তদন্তকারীরা।  তারা বলেছেন, মোহাম্মদ ইউসুফ নামে এক বুকি বারবার এই দুই ক্রিকেটারের নাম উল্লেখ করেছে।  এই অভিযোগের তদন্ত করা হবে বলে জানিয়েছে পিসিবি। 

পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এখনই অভিযুক্ত দুই ক্রিকেটারকে নোটিশ পাঠানো হচ্ছে না।  আগে তাদের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা হবে, তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবা হবে। 

ফিটনেস টেস্টে পাশ না করায় পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি আকমল।  গত বছরের মার্চে মোহালিতে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর আর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি সামি।  তবে এই দুই ক্রিকেটারই বিভিন্ন দেশে টি-২০ লিগ খেলছেন।  তারা পাকিস্তান সুপার লিগেও খেলেছেন। 

আকমল এই মুহূর্তে লন্ডনে রয়েছেন।  পিসিবি-র হাই পারফরম্যান্স শিবিরে যোগ না দিয়ে তিনি কাউকে কিছু না জানিয়েই হাঁটুর চোটের চিকিৎসার জন্য লন্ডনে চলে গিয়েছেন।  সামি অবশ্য করাচিতে আছেন। 

এদিকে বেশ কয়েকজন পাক ক্রিকেটার দেশের বাইরেও খেলছেন।  তাই সেখানেও স্পট-ফিক্সিং হয়েছে কি না, তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। 

গো নিউজ২৪

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ