ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজের সমস্যা ধরতে পেরেছেন সরওয়ার ইমরান


গো নিউজ২৪ প্রকাশিত: জুন ১৯, ২০১৭, ০৩:২১ পিএম আপডেট: জুন ১৯, ২০১৭, ০৯:২৪ এএম
মোস্তাফিজের সমস্যা ধরতে পেরেছেন সরওয়ার ইমরান

অভিষেকের পর থেকেই বল হাতে শ্রেষ্ঠত্বের পরিচয় দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের কাটার বয় মোস্তাফিজুর রহমান। গত দুই বছরে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের সাফল্যের কর্ণধারও কিন্তু সাতক্ষীর এই যুবক। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পেস আক্রমণের মূল দায়িত্বও ছিল তাঁর কাঁধে। সবার আসা ছিল রুবেল-তাসকিনকে নিয়ে জ্বলে উঠবেন তিনি। কিন্তু তা আর হলো কই? ব্যর্থ কাটারে পুরো টুর্নামেন্টে পেয়েছেন মাত্র ১ উইকেট। এছাড়া রান দেওয়ার মাত্রাও ছিল বেশি। তার চেয়ে বেশি প্রশ্ন তুলছে মোস্তাফিজের নির্বিষ বোলিং। জাতীয় দলের সাবেক কোচ সরওয়ার ইমরান বলছেন, যে স্টক বল দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানের বড় পরীক্ষা নিতেন বাঁহাতি পেসার, সেগুলো দেখা যায়নি এবার।

চ্যাম্পিয়নস ট্রফিতে কেন মোস্তাফিজ-জাদু দেখা গেল না। সরওয়ার ইমরান বলছেন, ‘মোস্তাফিজের যে স্টক বল, সেটাই তো নেই। প্রতিটি বোলারের নিজের কিছু বল থাকে। প্রচুর অনুশীলন করে যেটি সে আয়ত্ব করে। ওর সেই স্টক বল দেখতে পাইনি। কখনো হাফ ভলি, কখনো অফ স্টাম্পের বাইরে কখনো বা স্লোয়ার দিচ্ছে। যে বলে সে পারদর্শী, সেটা দিতে দেখিনি। আগে যে গতিটা তার ছিল, ধারাবাহিক জায়গায় করতে পারত, সেটাও দেখা যায়নি।’

কদিন আগে মোস্তাফিজ নিজেই বলছিলেন, ‘আমার কাটার বলটা দেশের উইকেটে ভালো হয়। এখানে অত বেশি হচ্ছে না।’ সরওয়ার ইমরান তা মনে করেন না। জাতীয় দলের সাবেক এই কোচের বিশ্লেষণী চোখে ধরা পড়েছে তাঁর অন্য সমস্যা, ‘ইংলিশ কন্ডিশনে হবে না, এটা ভুল। সে অ্যাঙ্গেলে একটু পরিবর্তন এনেছে। আগে ক্লোজ টু দ্য স্টাম্প করত। বলটা অফ স্টাম্পে পড়ত, কাট করে বের হতো। খেলতে পারত না ব্যাটসম্যানরা। এখন স্টাম্প থেকে দূরে বোলিং করে। যখন এটা করবেন, তখন লেগ স্টাম্পের বাইরে পিচ করাতে হবে। বলটা তখন অফ বা মিডল স্টাম্পে আসবে। এটা করতে গিয়ে এবার ও অনেক মার খেয়েছে। লাইন-লেন্থেও অনেক পার্থক্য দেখা গেল। এক জায়গায় বোলিং করতে পারেনি।’

কেন মোস্তাফিজ ‘অ্যাঙ্গেলে’ পরিবর্তন এনেছেন, সেটি অবশ্য বলেননি সরওয়ার। তবে অস্ত্রোপচারের প্রভাবে এটা হয়েছে, সেটিও মনে করেন না দেশের এই অভিজ্ঞ কোচ, ‘অস্ত্রোপচারের কোনো প্রভাব নেই। অ্যাঙ্গেল বদলালে লাইন-লেন্থ, শরীরের অবস্থান, বোলারের মানসিকতা সব বদলে যাবে। আর অনেকে বলছে মোস্তাফিজকে ব্যাটসম্যানরা পড়ে ফেলছে, এটাও ঠিক নয়। ওর আগের যে অ্যাকশন ছিল, সেটা সহজে পড়ার মতো ছিল না।’

তবে এক টুর্নামেন্ট দিয়ে একজন বোলারকে বিচার করতে চান না সরওয়ার। ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে মোস্তাফিজ নিজের ছায়া থেকে বেরিয়ে আসবেন, এটাই তাঁর চাওয়া।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ