ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হ্যান্ডসকম্ব-মার্শে ভারতের জয়ের স্বপ্নভঙ্গ


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২০, ২০১৭, ০৮:১১ পিএম
হ্যান্ডসকম্ব-মার্শে ভারতের জয়ের স্বপ্নভঙ্গ

লড়াইটা এক নম্বর বনাম দুই নম্বরের৷ তাই কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড় দেয়নি৷ চার টেস্টের সিরিজ জয়ের ট্রফি কার ঘরে উঠবে, তৃতীয় টেস্টের পরও তা স্পষ্ট হল না৷ ভারতের জয়ের স্বপ্নভঙ্গ করল হ্যান্ডসকম্ব ও মিচেল মার্শের পার্টনারশিপ৷

ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে ভারতের ঝুলিতে এল মাত্র চারটি উইকেট৷ শেষ দিন এমনিও উইকেটে আর বাউন্স ছিল না৷ ফলে ইশান্ত, উমেশদের বিরুদ্ধে লড়াই করতে খুব একটা মুশকিলে পড়তে হয়নি অজি ব্যাটিং লাইন-আপকে৷ লাঞ্চের আগেই অধিনায়ক স্মিথ ও রেনশাকে ফিরিয়ে দিয়েছিলেন জাদেজা ও ইশান্ত শর্মা৷ কিন্তু তারপরই ক্রিজে জাঁকিয়ে বসেন মার্শ ও হ্যান্ডসকম্ব৷ ৫৩ রানে ফেরেন মার্শ৷ তবে হ্যান্ডসকম্বের উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলাররা৷ ৭২ রানে অপরাজিত থাকেন তিনি৷

চতুর্থ দিন ঋদ্ধিমান সাহার সেঞ্চুরি ও চেতেশ্বর পূজারার ডাবল সেঞ্চুরি দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিল৷ শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোর ধাক্কা দিয়েছিলেন জাদেজা৷ সেই ফর্মই পঞ্চম দিন ধরে রাখলে টেস্ট জয় নিশ্চিত ছিল৷ কিন্তু অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলল না৷ তাঁদের বিরুদ্ধে কাজে এল না বিরাটের স্ট্র্যাটেজি৷ স্লেজিংয়ের মধ্যেও নিজেদের খেলা চালিয়ে গেলেন ম্যাথিউ ওয়েডরা৷ ফলে অমীমাংসিত ভাবে শেষ হল তৃতীয় টেস্ট৷

বিজয় হাজারে ট্রফিতে বাংলার কাছে পরাস্ত হয়েছে ঝাড়খণ্ড৷ ফলে সোমবার ঝাড়া হাত-পায়ে বিরাটবাহিনীকে উতসাহ দিতে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ কিন্তু দলের জয় আর দেখা হল না তাঁর৷ টেস্ট ড্র হলেও অবশ্য কিছু দারুণ মুহূর্তের সাক্ষী থাকল রাঁচি৷ স্মিথের সেঞ্চুরি, ঋদ্ধি-পূজারার দুরন্ত পার্টনারশিপ, জাদেজার স্পিন ঝড়৷ কিন্তু দিনের শেষে ঋদ্ধিদের আক্ষেপ একটাই৷ অজিবাহিনীর বিরুদ্ধে তাঁদের চোখ ধাঁধানো পারফরম্যান্সেও জয় এল না৷ আর ড্র ম্যাচ কি কেউ মনে রাখে? হয়তো না৷ তাই এবার ধরমশালাতেই জয়ের ইতিহাস রচনা করতে চাইছে টিম ইন্ডিয়া৷

সংক্ষিপ্ত স্কোর: 

অস্ট্রেলিয়া: ৪৫১ ও ২০৪/৬

ভারত: ৬০৩/৯ (ডিক্লেয়ার)

ফলাফল: ম্যাচ ড্র

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ