ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তারেককে এনে মেরে ফেলবে, এমন ভাবা সরকারের জন্য ঠিক হবে না


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৯, ০৬:২৮ পিএম আপডেট: জানুয়ারি ২১, ২০১৯, ১২:২৮ পিএম
তারেককে এনে মেরে ফেলবে, এমন ভাবা সরকারের জন্য ঠিক হবে না

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয় হয়েছে বলে মনে করেন দিলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির পরাজয় হয়নি। বিএনপি কখনো পরাজিতের দল নয়। 

তিনি বলেন, বিএনপি কখনো পরাজিত হয়নি বরং জনগণের যে রায় সে রায়টাকে রাতের বেলায় সরকারি প্রশাসনকে ব্যবহার করে ছিনতাই করা হয়েছে। আগে হতো দিনের বেলায় এবার হয়েছে রাতের বেলায়। দিনের বেলায় ভোটারদের যে উপস্থিতি ছিল, ওরা যদি ভোট দিতে পারতো তাহলে ফলটা নেহায়েত বদলে যেতো। আজকে যারা কথা বলছেন, তখন বরমাল্য তারা নিজেরাই নিতেন হয়তো।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার করবে এমন বলেছে সরকার, যদি তেমনটি হয় তাহলে দলের দায়িত্ব কে নেবেন, এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদাতবরণ করেন তখন কেউ জানতো না দেশনেত্রী খালেদা জিয়া দলের হাল ধরবেন। 

আব্বাস আরো বলেন, একটা দল তার নিজ গতিতেই চলবে। আর তারেক রহমানকে দেশে এনে মেরে ফেলবে- এমন ভাবা এ সরকারের জন্য ঠিক হবে না। সবকিছু এতো সোজা না!

তিনি বলেন, এ সরকার জনগণের সঙ্গে এক ধরনের ধোঁকাবাজি করছে। চেষ্টা করছেন তারেক রহমানকে একটু অপদস্থ করার।  তারেক রহমান তো দেশ থেকে চুরি-ডাকাতি করে যায়নি, চিকিৎসার জন্য গিয়েছিলেন। কিন্তু সরকার মামলা দিয়ে তাকে আটকে দিয়েছে। এমন তো নয় যে, তারেক রহমান পালিয়ে গেছেন। তিনি যখন যান তখন পাসপোর্টে এক্সিট সিল দেয়া হয়েছিল। 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন