ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা দক্ষিণ যুবলীগের ভূয়সী প্রশংসায় ওবায়দুল কাদের


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৯, ০৬:৩৬ পিএম আপডেট: জানুয়ারি ১৬, ২০১৯, ১২:৩৬ পিএম
ঢাকা দক্ষিণ যুবলীগের ভূয়সী প্রশংসায় ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নতুনত্ব নিয়ে এসেছে। দক্ষিণের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। তাদেরকে ফলো করুন।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যুবলীগ বক্তৃতার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। আওয়ামী লীগের সমাবেশে বিভিন্ন সংগঠন মিছিলসহ আসে। তারা বাংলাদেশের প্রতীক লাল-সবুজের সমারোহ ঘটায়। নেত্রীর জনসভাকে নান্দনিক রুপ দিয়ে থাকে। দক্ষিণের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত সুসংগঠিতভাবে মাঠে থাকে। নেত্রীর বক্তৃতা শেষ হলেই তারা মাঠ ছাড়ে। দক্ষিণের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

তিনি বলেন, দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে জনসভায় মিছিল নিয়ে আসে, আবার ট্রাকে করে চলেও যায়। যারা এই যাওয়ার আসার মধ্যে থাকেন, তাদেরকে বলুন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগকে ফলো করতে। নেত্রীর জনসভা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকুন। যারা শেখ হাসিনার কথা শেষ না করেই চলে যায়, তারা কোনভাবেই সাচ্চা কর্মী নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন বক্তৃতা কম, এ্যাকশন বেশি। যুবলীগ বক্তৃতার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। ওমর ফারুক চৌধুরী সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজনীতির উপর গবেষণা হচ্ছে, বিভিন্ন পুস্তক প্রকাশিত হচ্ছে। এগুলো এ্যাসেট। মানুষ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নতুনভাবে জানতে পারছে। এই কাজটি করার দায়িত্ব ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগ যা করতে পারেনি, যুবলীগ তা করে দেখিয়েছে। যুবলীগ যে নেতৃত্বের সূচনা শুরু করেছে, আগামীতে সে সোনালী ফসল ঘরে তুলতে পারবো।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন