ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পোলিং এজেন্ট নিয়ে কৌশলী বিএনপি


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৮, ০৯:৩৭ এএম
পোলিং এজেন্ট নিয়ে কৌশলী বিএনপি

সিলেট: একদিন পরেই ভোট উৎসব। থেমে গেছে সব ধরনের প্রচার-প্রচারণা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে প্রার্থীরা। কিন্তু সিলেটের ১৯টি আসনে এখনও পোলিং এজেন্টদের তালিকা চূড়ান্ত করতে পারেননি ধানের শীষের প্রার্থীরা।

তাদের অভিযোগ, এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেমন সুবিধা ভোগ করছেন, বিরোধী জোটের প্রার্থীরা ঠিত ততটাই হয়রানির শিকার হচ্ছেন। মামলা, হামলা ও গ্রেফতার আতঙ্কে তাদের অধিকাংশ সক্রিয় নেতাকর্মী এলাকাছাড়া। পুলিশি হয়রানির ভয়ে অনেকেই এজেন্ট হতে চচ্ছেন না। ফলে অনেক স্থানে এখনও পোলিং এজেন্ট ঠিক করতে পারেননি তারা।

অনেক প্রার্থীর আশঙ্কা, রিটার্নিং অফিসারের কাছে পোলিং এজেন্টদের তালিকা দেয়ার পরপরই তাদের গ্রেফতার করা হতে পারে। নির্বাচনের দিন পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে বা থাকতে দেয়া হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এমন পরিস্থিতিতে তারা কৌশলে পোলিং এজেন্টের তালিকা করছেন। প্রতিটি ভোটকক্ষের জন্য বিকল্প একাধিক পোলিং এজেন্ট রাখা হচ্ছে। যেন প্রথমজনকে গ্রেফতার করলে দ্বিতীয় বা তৃতীয়জন দায়িত্ব পালন করতে পারেন।

এ ব্যাপারে বিএনপির মনোনীত কয়েকজন প্রার্থী জানান, পুলিশ বাহিনী আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের মা-বাবাকে হুমকি দিচ্ছে। ৩০ তারিখ পর্যন্ত এলাকায় না থাকতে বলছে। তবুও বিএনপির নেতাকর্মীরা বিজয়ের অপেক্ষায় শেষ পর্যন্ত মাঠে থাকবেন। তবে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের পোলিং এজেন্টের অভাব নেই। তবে নিয়োগকৃত পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা নিয়ে আমরা শঙ্কিত।

গো নিউজ২৪/এমআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন