ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিয়াজুলের পিস্তল নিয়ে যা বললেন শামীম


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৮:৪৪ পিএম
নিয়াজুলের পিস্তল নিয়ে যা বললেন শামীম

ঢাকা : হকারদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান গ্রুপের সংঘর্ষের সময় পিস্তল হাতে যার ছবি গণমাধ্যমে প্রচার হয়েছে সেই নিয়াজুল ইসলাম শামীম ওসমানের কর্মী হিসেবে পরিচিত। বুধবার সংবাদ সম্মেলনে নিয়াজুলে পক্ষে সাফাই গাইলেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, নিয়াজুলের পিস্তলটি লাইসেন্স করা। তার তার ওপর তিন দফায় হামলার পর আহত হয়ে তিনি এটি বের করেন। কিন্তু তাকে মারধর করে সেটি ছিনিয়ে নিয়েছে আইভী সমর্থকরা। আর এ বিষয়ে মামলা নিচ্ছে না থানা।

সরকার তাকে আত্মরক্ষার জন্য পিস্তল দিয়েছে। তার কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে আবার তাকে মারধর করা হয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সাংবাদিকদের দেখিয়ে শামীম ওসমান বলেন, দেখুন এ ভিডিওটি প্রমাণ করে নিয়াজুল কখন তার পিস্তলটি বের করেছিল। এখন দেখার বিষয় পিস্তলটি উদ্ধার করা হয়েছে কি না। সেই পিস্তল থেকে কোন গুলি বের হয়েছে কি না। সেই গুলি কারো গায়ে লেগেছে কি না।

শামীম বলেন, বার বার নিয়াজুলকে শামীম ওসমানের লোক বলা হলো। প্রকৃত হলো নিয়াজুল এক সময়ে আমাদের কর্মী ছিল। নিয়াজুল হলো নজরুল ইসলাম সুইটের ছোট ভাই। বিগত বিএনপি সরকারের আমলে কারাগারে থাকা সুইটকে বাইরে এনে হত্যা করা হয়েছে।

সেই সুইটের ভাই মঙ্গলবার বিকেলে একা একা হেঁটে আসার সময়ে মিছিল থেকে তিনবার মাটিতে ফেলে ১০ মিনিট ধরে পেটানো হয়। চতুর্থবার বাধ্য হয়ে নিয়াজুল লাইসেন্স করা পিস্তল বের করে।

খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল গেলে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তার পরেও বলবো যদি নিয়াজুল সেখানে কোন অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সে কোন গুলি করলে সেটাও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।

 

গো নিউজ২৪/আই

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন